খবরা-খবর
নেতাজীর আদর্শকে ঊর্ধ্বে তুলে ধরুন
Highlight Netaji

স্বাধীনতার ৭৫তম বর্ষে, ২৩ জানুয়ারি আইসা ও সিপিআই(এমএল) লিবারেশনের উদ্যোগে বারাসাত স্টেশন চত্বরে এবং বেলঘরিয়া দেশপ্রিয় নগরে, বজবজের গ্রামে আইসা’র পক্ষ থেকে নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৬তম জন্মদিবস পালন করা হয়। বারাসাতে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের পর ক্যাম্পাস খোলার দাবিতে সই সংগ্রহ অভিযান চালানো হয়।

খণ্ড-29
সংখ্যা-4