খবরা-খবর
২৬ জানুয়ারি বেলঘরিয়ায় রক্তদান
Blood donation

২৬ জানুয়ারি বেলঘরিয়ায় আইসা, আলাপ ও কোভিড ভলান্টিয়ার সংগঠনের পক্ষ থেকে রক্তদান করা হয়। সমগ্র কার্যক্রম সিপিআই(এমএল) লিবারেশন জেলা কার্যালয়, সোনার বাংলা, দেশপ্রিয় নগর, বেলঘরিয়ায় সম্পন্ন হয়। কোভিড বিধি মেনে সমগ্র অনুষ্ঠানটি হয়। ৩০ জনের রক্ত দেওয়ার কথা ছিল, কিন্তু  কোভিড, ভ্যাক্সিন ইত্যাদির কারণে বেশ কয়েক জন রক্ত দিতে পারেনি। শেষ পর্যন্ত ২৮ জন রক্ত দিতে পেরেছে।

আমন্ত্রিত হিসাবে ছিলেন ডাঃ শুভজিৎ ভট্টাচার্য (জনস্বাস্থ্য আন্দোলন), নীলাভ চ্যাটার্জি (নাট্যকার), অশোকতরু চক্রবর্তী (সাংবাদিক, বেতার), পার্থ রায় (চিত্র শিল্পী), বিদ্যুৎ দেবনাথ (সমাজকর্মী), সেরাজ নোমানি (সম্পাদক, কামারহাটি আইডিয়াল এডুকেশন সোসাইটি), বিজয় ব্যানার্জি (সিপিআই), ঝমন পাল (নেহা সাংস্কৃতিক সংস্থা)  ইন্দ্রনীল সেনগুপ্ত (শিক্ষক, বরানগর মিশন), মাজাহার খান, জয়দেব, অমলেন্দু ভূষণ চৌধুরী, বাসুদেব বসু, বেনু ঘটক, ঈস মহম্মদ, রাজেশ সরোজ, নারায়ণ দে, সুব্রত সেনগুপ্ত প্রমুখ। নীলাশিস, স্বর্ণেন্দু, প্রীতম, অন্বেষা, এষা, আহেলি, দীপায়ন, সায়ন্তন সহ বেশ কয়েকজন ছাত্রছাত্রী। অর্চনা ঘটক, মিনু আইচ, শিখা গুহরায়, টিটু, মৈত্রেয়ী বিশ্বাস, টুলু গুহরায় (সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতি)। সিপিআই(এমএল) লিবারেশন পলিটব্যুরোর সদস্য পার্থ ঘোষের উপস্থিতি সাধারণ কর্মী ও স্থানীয় মানুষের ভালো লেগেছে। উপস্থিত ছিলেন বেলঘরিয়ার পার্টি কর্মীরা। গানে কবিতায় সমগ্র অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। সমগ্র অনুষ্ঠান অয়ন গুহরায় খুব সুন্দরভাবে সঞ্চালন করেন।

খণ্ড-29
সংখ্যা-4