২৩ ডিসেম্বর থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত বিপ্লবী যুব অ্যাসোসিয়েশন (আরওয়াইএ) একমাসকালীন প্রচার অভিযান নিয়েছে রাজ্য সরকারের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে। তার অংশ হিসেবে ২ জানুয়ারি ফলেয়া বাজারে এক বিক্ষোভসভা সংগঠিত হয়। উল্লেখ্য, ঐদিন ফলেয়া অফিসে আরওয়াইএ’র সম্মেলন পরবর্তী কার্যকরি কমিটির প্রথম বৈঠক হয়। মিটিং শেষে বিক্ষোভসভা হয়। সভা শুরু হয় শেখ সাবিরের (রাজা) গলায় গণসঙ্গীত দিয়ে। বক্তব্য রাখেন আরওয়াইএ’র রাজ্য কমিটির সদস্য সন্তু ভট্টাচার্য, শুভদীপ পাল ও কার্যনির্বাহী সভাপতি সজল দে। সকলেই তাদের বক্তব্যে জাতীয় কর্মসংস্থান নিশ্চয়তা আইনে বছরে ১০০ দিনের কাজ পাওয়ার প্রশ্নে দুর্নীতি থেকে শুরু করে এসএসসি টেট সহ বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির বিষয় তুলে ধরেন। তাছাড়াও সারারাজ্যে হঠাৎ করে কোভিড বিধি নিষেধ নামিয়ে আনা এবং বিশেষ করে স্কুল-কলেজ বন্ধ করে দেওয়ার যে পদক্ষেপ রাজ্য সরকার করল তারফলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে চলেছে জনসমাজ ও বিশেষত ছাত্রসমাজ, এই বিষয়গুলিও তুলে ধরা হয়। এছাড়া রাজ্য সরকার দেউচা-পাঁচামীতে আদিবাসী ও সংখ্যালঘু মানুষদের উচ্ছেদ করে প্রকৃতির জন্য ক্ষতিকারক যে কয়লা খনি প্রকল্প নিয়েছে তারও বিরোধিতা করা হয়। সভায় আরওয়াইএ নেতৃবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন সিপিআই(এমএল) লিবারেশনের রাজ্য কমিটির সদস্য আনসারুল আমন মন্ডল। সভা চলাকালীন বহু পথচলতি মানুষ ও ছোট ছোট দোকানদার ও স্থানীয় মানুষ সমাবেশিত হয়েছিলেন।