“আদিবাসীও কী এক হী নারা,
জল জঙ্গল জমিন হ্যায় হমারা”
সব আদিবাসীদের একই শ্লোগান, জল জঙ্গল জমি আমাদেরই।
এই শ্লোগান তুলে গুজরাটের বলসাড জেলার কাপরালা ও ধর্মপুর তালুকায় সিপিআই(এমএল) লিবারেশনের নেতৃত্বে গ্রামপঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। এই নির্বাচনে প্রতি পদক্ষেপে ‘মা-লে’ বিজেপি-বজরং দল এবং কোনো কোনো জায়গায় কংগ্রেসী গুন্ডাদের বাধা ও হুমকির দৃঢ়তার সাথে মোকাবিলা করেছে।
সাহসের সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় আদিবাসীদের অরণ্যের অধিকার ও অন্যান্য প্রশ্নে ‘ভাকপা মালে’ দ্বারা সঞ্চালিত সংগ্রামের তথ্য জনতার সামনে তুলে ধরে। যেখানে বিজেপি বা কংগ্রেস আদিবাসীদের ভোট নেওয়ার জন্য মদ, পয়সা আর পেশীশক্তির যথেচ্ছ ব্যবহার করেছে, সেখানে মালে নেতৃত্ব নিঃসম্বল হয়েও শুধুমাত্র রাজনৈতিক সমাবেশকরণের মাধ্যমে নির্বাচনী সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছে।
দুই তালুকার আলাদা আলাদা পঞ্চায়েতের ১২টি পঞ্চায়েত পদে প্রার্থী দাঁড় করানো হয়, যারমধ্যে ৯টি আসনে মালে প্রার্থীরা বিজয়ী হন।
বিজয়ী জনপ্রতিনিধিরা হলেন
গুলাবভাই যমনাভাই মোর (টেরি চিখলি),
সুনীলভাই ধাবলুভাই তুমরা (টেরি চিখলি),
সঙ্গীতাবেন মহেন্দ্রাভাই আরাজ (মহিলা) (ঘনবেরি),
সতীশভাই ধকলভাই চৌধুরী (ঘনবেরি),
কসমভাই ভাবুভাই লাখন (মোটি পলসন),
কিষানভাই সন্তুভাই দরবারে (তুকবাড়া),
মাহদুভাই সাকাভাই ঘাটাল (চেপা),
রাশিবেন কিষানভাই ভুম্বা (মহিলা) (সারওয়ার তাঁতি)।
ওপরের সবাই কাপরালা তালুকার অন্তর্গত।
বাবুভাই নানকিয়াভাই যাদব (বাঘবল), তালুকা-ধর্মপুর।