২৪ ডিসেম্বর বালী-দূর্গাপুরে, সিপিআই(এমএল) লিবারেশন হাওড়া জেলা কমিটি ও পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদ রাজ্য কমিটির উদ্যোগে, কমরেড অমিতাভ দে (ফুচকন)-র স্মরণসভা হয়। মাল্যদান ও নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বাবলু গুহ, মাধব মুখার্জী ও নিলাশিস বসুর সভাপতিত্বে বক্তব্য, গান, কবিতার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। শোকবার্তা পাঠ করেন পার্টির হাওড়া সম্পাদক দেবব্রত ভক্ত। বক্তব্য রাখেন পার্টির রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার, বর্ধমান জেলা সম্পাদক সলিল দত্ত, হুগলী জেলা সম্পাদক প্রবীর হালদার, রাজ্য কমিটির সদস্য বাসুদেব বসু, বালী-বেলুড় লোকাল কমিটির সদস্য রঘুপতি গাঙ্গুলী; পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদের রাজ্য সম্পাদক নীতীশ রায়, থিয়েটার লিবার্টির প্রদীপ সরকার, এপিডিআর বালীর পক্ষে অরুণ পাল, সেবা সদন সমিতির অচ্যুত সেনগুপ্ত, স্বজনের পক্ষে পার্থসারথী মিত্র, বালী গ্রমাঞ্চল সাংস্কৃতিক সমন্বয় কমিটির তন্ময় কুশারী; অমিতাভ দের নিজের ভাই অরুনাভ দে। সঙ্গীত পরিবেশন করেন ইঙ্গিত সাংস্কৃতিক সংস্থার চঞ্চল ভট্টাচার্য, গণসংস্কৃতি পরিষদের রাজ্য সদস্য বাবুনী মজুমদার ও নীতীশ রায় এবং সংযোগ সংস্থা। কবিতা পাঠ করেন মোহন মান্না, প্রগতিশীল সাংস্কৃতিক সংস্থার অমিতাভ ব্যানার্জী, গণ সংস্কৃতি পরিষদের রাজ্য সদস্যা শোভনা নাথ। অনুষ্ঠানে দেওচা পাঁচামীতে মহিলাদের উপর পুলিশ ও টিএমসির হামলার বিরুদ্ধে প্রস্তাব গ্রহণ করা হয়। আন্তর্জাতিক সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।