উত্তরাখন্ডে বাম দলগুলোর যুক্ত বিবৃতি
 left parties in Uttarakhand

উত্তরাখন্ডে ২০২২’র বিধানসভা নির্বাচনে তিন বাম দল ‘বিজেপি হটাও, বাম বিরোধীপক্ষ’ শ্লোগান তুলে যুক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই ঘোষণা করা হয়েছে গত ২২ সেপ্টেম্বর দেরাদুনে আয়োজিত এক যুক্ত সংবাদ সম্মেলনে। উপস্থিত ছিলেন উত্তরাখন্ডের সিপিআই রাজ্য সম্পাদক সমর ভান্ডারী, সিপিআই(এম) রাজ্য সম্পাদক রাজেন্দ্র সিং নেগী ও সিপিআই(এমএল) লিবারেশন রাজ্য সম্পাদক রাজা বহুগুণা। তিনটি বামপন্থী দলের নেতৃবৃন্দ বলেন, উত্তরাখন্ডে লুঠ ও দুর্নীতির রাজনীতিকে রুখে দিতে এক স্বাস্থ্যকর গণতন্ত্রের প্রয়োজন খুবই, তারজন্য যে কার্যকরি বিরোধীপক্ষের উপস্থিতি থাকা দরকার সেটার অভাব থাকছে। এই অভাব পূরণ করাই বাম দলগুলির লক্ষ্য, সেই উদ্দেশ্যেই বিধানসভার ভিতরে জনগণের কণ্ঠস্বর পৌঁছে দিতে হবে, আর এজন্যই বাম দলগুলি নির্বাচনে যুক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং জনমুখী প্রগতিশীল ধর্মনিরপেক্ষ শক্তিগুলিকে ঐক্যবদ্ধ করবে।

মোদী সরকারের ধ্বংসাত্মক নীতিগুচ্ছ উত্তরাখন্ডের জন্য বিপর্যয় প্রমাণিত হয়েছে, এর নির্দিষ্ট নজীর হল ২০১৮ সালে তৈরী হওয়া ভূমিসংস্কার আইন ও সমস্ত ধরণের আবহাওয়া উপযোগী সড়ক নির্মাণের প্রশ্ন। উত্তরাখন্ডের বিজেপি জমানা বরাবর স্মরণে থাকবে বেকারি, মুদ্রাস্ফীতি, ভেঙে পড়া শিক্ষা-স্বাস্থ্য পরিষেবা এবং নিরন্তর মুখ্যমন্ত্রী বদলের কারণে। যেখানে বিজেপি, কংগ্রেস ও আম আদমী পার্টি প্রতিদ্বন্দ্বিতা করছে ক্ষমতার জন্য, সেখানে বাম দলগুলির লক্ষ্য হল বিধানসভার অভ্যন্তরে সাধারণ জনগণের বক্তব্য তুলে ধরা।

খণ্ড-28
সংখ্যা-36