খবরা-খবর
আসামের মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে কলকাতায় আসাম ভবনে বিক্ষোভ
demanding resignation

আসামে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভের জন্ম দিয়েছে। ২৫ সেপ্টেম্বর কলকাতায় আসাম ভবনের সামনে বহু সংগঠনের কয়েকশ কর্মী ও অনেক স্বতস্ফুর্ত অংশগ্রহণকারি সারা দিন ব্যাপী বিক্ষোভ প্রদর্শন করে এবং ডেপুটেশন দেয়। একুশের ডাক প্রচারাভিযান, বন্দীমুক্তি কমিটি ও বাংলা সংস্কৃতি মঞ্চ মূল উদ্যোগ নেয়। নো এনআরসি মুভমেন্ট, জাতীয় বাংলা সম্মেলন, ফ্রেণ্ডস অব ডেমোক্রেসি, ফ্যাসিস্ট আরএসএস-বিজেপির বিরুদ্ধে বাংলা ইত্যাদি মঞ্চ, আইসা, আইপোয়া, আরওয়াইএ, এআইআরডব্লিউও ইত্যাদি গণ সংগঠন, সহমন, ভাষা ও চেতনা সমিতি, পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদ, নেহাই সাংস্কৃতিক মঞ্চ ইত্যাদি সাংস্কৃতিক সংগঠন এবং স্বরাজ অভিযান ও পিএফআই সহ বিভিন্ন ধরণের গণরাজনৈতিক সংগঠনের আহ্বানে দুপুর থেকে বিকেল পর্যন্ত আসাম ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি চলে। সিপিআই(এমএল) লিবারেশনের প্ল্যাকার্ড নিয়েও কমরেডরা উপস্থিত ছিলেন। একাধিক সংগঠন আসামের বিজেপি মুখ্যমন্ত্রীর কুশপুতুল পোড়ায়। সমস্ত সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখা হয়। বন্দীমুক্তি কমিটির ছোটন দাস বিক্ষোভ সভা পরিচালনা করেন। একাধিক সংগঠন ডেপুটেশন আকারে দাবিগুলি তুলে ধরে। মূল দাবি ছিল আসামের মুখ্যমন্ত্রীর পদত্যাগ, দরং এসপি'র গ্রেপ্তারি ও ঘটনার বিচার বিভাগীয় তদন্ত এবং উচ্ছেদ বন্ধ করে পুনর্বাসনের ব্যবস্থা করা। একই দিনে হুগলির ধনিয়াখালিতে পার্টি বিক্ষোভ দেখায়। সারা দেশে বিভিন্ন জায়গার সাথে সাথে দিল্লির যন্তরমন্তরেও পার্টি বিক্ষোভে সামিল হয়, সেখানে বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক কমরেড দীপঙ্কর ভট্টাচার্য। তিনি আসামের নৃশংস এই গণহত্যাকে ‘ফ্যাসিবাদের উলঙ্গ নৃত্য’ বলে অভিহিত করে বলেন, এই ঘটনাকে এক চূড়ান্ত সতর্কতা সংকেত হিসেবে দেশের মানুষ গ্রহণ করুক ও প্রতিরোধ গড়ে তুলতে সক্রিয় হোক।

খণ্ড-28
সংখ্যা-35