রান্নাঘরের উত্তাপ দশগুণ বাড়িয়ে দিয়েছে রান্নার গ্যাসের দাম! গত ছ’মাসে গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ১৪০ টাকা! অথচ লকডাউনে সংখ্যাগরিষ্ঠ মেহনতি নিম্নবিত্ত মানুষের আয় কমে গেছে! যারা বিনা পারিশ্রমিকে সকলের মুখে খাবার তুলে দেন সেই মহিলারা প্রতিবাদে পথে নামছেন। পেট্রোল ডিজেল সহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির উদ্যোগে ধুবুলিয়া নেতাজী পার্কে সংগঠিত হল এক প্রতিবাদ সভা। স্থানীয় মহিলা কর্মীরা ছাড়াও সভায় অংশগ্রহণ করেন বিড়ি শ্রমিক মহিলারা। বিগত দু’বছরে যাদের মজুরি একটাকাও বাড়েনি, ছিটেফোঁটা সরকারি প্রকল্প যতটুকু ছিল সমস্ত কিছুই বন্ধ করে দেওয়া হয়েছে। অসংগঠিতক্ষেত্রের শ্রমজীবী মহিলাদের ন্যায্য মজুরি, কল্যাণমূলক প্রকল্প চালু করা প্রভৃতি দাবিতে সভা সোচ্চার হয়ে ওঠে। মহিলাদের উপর পুরুষতান্ত্রিক হামলার বিরুদ্ধে সভা থেকে তীব্র ধিক্কার জানানো হয়। সম্প্রতি ভারতীয় মহিলা হকি টিমের একজন খেলোয়াড়ের উপর জাতিবিদ্বেষী হামলার নিন্দা জানিয়ে এই অপকর্মে জড়িত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি তুলে ধরা হয়।
সভায় বক্তব্য রাখেন এ্যাপোয়ার রাজ্য নেত্রী ইন্দ্রাণী দত্ত, আরওয়াইএ’র সন্তু ভট্টাচার্য, এআইকেএম’র কৃষ্ণ প্রামানিক, সিপিআই(এমএল) জেলা সম্পাদক জয়তু দেশমুখ। সঞ্চালনা করেন ধুবুলিয়া ব্লকের এ্যাপোয়া নেত্রী বেলা নন্দী।