তাঁরা নেই — তবে আজকের দিনে বারবারই মনে হয় নদীয়ার কৃষক আন্দোলনের সংগঠক শহীদ আবু, জালালদের সংগ্রামী জীবনের শিক্ষা আজ আঁকড়ে ধরা বড়ো প্রয়োজন। তাঁরা গরিব মানুষের স্বার্থে যে আন্দোলনের ধারা গড়ে তুলেছিলেন সেটাকেই আবার নতুন করে গড়ে তুলতে হবে। নদীয়ার নওপাড়া অঞ্চলে শহীদের রক্তে ভেজা মাটিতে আয়োজিত শহীদ স্মরণ অনুষ্ঠান থেকে এই কথা উঠে এল। ১৯৯২ সালে ৯ আগস্ট সিপিআই(এমএল) কৃষক নেতা আবু হোসেন সেখ শহীদ হন। পাত্রদহ গ্রামে তার শহীদবেদীতে হল স্মরণ ও শপথ গ্রহণ কর্মসূচি। সভায় বক্তব্য রাখেন সন্তু ভট্টাচার্য, কাজল দত্তগুপ্ত, কলম বিশ্বাস, জীবন কবিরাজ, জেলা সম্পাদক জয়তু দেশমুখ প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন এই এলাকার সংগ্রামী নেতা আনসারুল হক। এলাকার মানুষ আগ্রহের সাথে নেতৃবৃন্দের বক্তব্য শোনেন। কৃষক ও গ্রামীণ মজুরদের কাজ, খাদ্য, ফসলের দাম প্রভৃতি দাবি উঠে আসে। বিভিন্ন সরকারি প্রকল্পগুলিতে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, সেখানে গরিবের প্রতি বঞ্চনা ও দলীয় আধিপত্য চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে জনগণের ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়।