১৬ অগাস্ট বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্য-র জন্মদিবস পালিত হল যাদবপুরের সংযোগ সাংস্কৃতিক সংস্থা-র পক্ষ থেকে।
কবি সুকান্ত তাঁর জীবনের শেষ দিনগুলো যাদবপুর টি.বি হাসপাতালের যে কেবিনে ছিলেন সেই ঘরে ও হাসপাতালের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন টিবি হাসপাতালের সুপার সুব্রত রায় সহ হাসপাতালের কর্মীরা ও সংযোগ-এর সদস্যরা। এরপরে যাদবপুর সুকান্ত সেতু হকার মার্কেটের ভেতরে কবি সুকান্তের মূর্তিতে মাল্যদান করা হয়। হকার-ব্যবসায়ী সমিতির সদস্যরা এই কর্মসূচিতে অংশ নেন।আবৃত্তি পরিবেশন করেন পার্থ রায়, সঙ্গীত পরিবেশন করেন প্রণব মুখার্জি, সুব্রত ভট্টাচার্য, স্বপন চক্রবর্তী। মাল্যদান করেন সংযোগ সাংস্কৃতিক সংস্থার সভাপতি প্রণব মুখার্জি সহ সুব্রত ভট্টাচার্য, কল্পনা দেশমুখ, দিলীপ ঘোষ, স্বপ্না চক্রবর্তী, সিপিআই(এমএল) নেতা বাবুন চ্যাটার্জী, অমলেন্দু চৌধুরী সহ অন্যান্যরা।