৮ আগস্ট হাওড়ার আমতা বিধানসভার বাইনান অঞ্চলের অধিবাসী মধ্যতিরিশের শারীরিক প্রতিবন্ধী মহিলা, স্থানীয় ৬ জন ব্যক্তির দ্বারা গণ-ধর্ষণের শিকার হন। মূল অভিযুক্তদের মধ্যে দুজন তৃণমূল কংগ্রেসের কর্মী।
১৭ আগস্ট সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির পক্ষ থেকে গণধর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুততার সাথে ঘটনার পূর্ণাঙ্গ-তদন্তসহ শাসকদলের কর্মীদের অবিলম্বে গ্রেফতার এবং নির্যাতিতার চিকিৎসা এবং নিরাপত্তার দাবি জানিয়ে হাওড়া জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ এবং দাবীসনদ জমা দেওয়া হয়।। বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন আইপোয়া হাওড়া জেলা সম্পাদিকা কল্যাণী গোস্বামী, রাজ্য সম্পাদিকা ইন্দ্রাণী দত্ত, এআইসিসিটিইউ নেত্রী মীনা পাল,আইসার রাজ্য সভাপতি নিলাশিস বসু এবং সিপিআই(এমএল) লিবারেশনের জেলা সম্পাদক দেবব্রত ভক্ত ও রতন দত্ত। গণসঙ্গীত পরিবেশন করেন কমরেড মাধব মুখার্জি ও সুষমা মুখার্জি।
প্রতিনিধিদল হাওড়ার ডিএম-এর কাছে দাবিসনদ জমা দিতে গেলে ডিএম দুয়ারে সরকার নিয়ে ব্যস্ত থাকায় এডিএম-এর সাথে দেখা করতে পাঠানো হয়। এডিএম দেবারতি ঘোষ জানান তিনি এই ধর্ষণের ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল নন। প্রতিনিধিদলের সামনেই তিনি আমতার বিডিওকে ফোন করে খোঁজ নিয়ে জানান যে নির্যাতিতা মহিলাটি উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিন্তু বর্তমানে সেখানে নেই। কোন প্রাইভেট হাসপাতালে ভর্তি হয়েছে কিনা সেটাও তারা জানে না। গণ ধর্ষণের ঘটনায় দুজন অভিযুক্তকে এখনো পুলিশ গ্রেফতার করতে পারেনি। তারা ফেরার।
অত্যন্ত উদ্বিগ্নের সাথে লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেই চলেছে। বাইনানের এই ভয়ংকর ঘটনাটি দেখিয়ে দেয় যে বিরোধী রাজনৈতিক দলের উপর আধিপত্য রাখার জন্য বা প্রতিহিংসার রাজনীতিকে চরিতার্থ করার জন্য মহিলাদের কিভাবে নিশানা করা হয়। অভিযুক্তরা শাসকদলের কর্মী বলেই দলের মদতে গা ঢাকা দিয়েও থাকতে পারে। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন দ্রুত এই ঘটনার হস্তক্ষেপ করুন ও উপযুক্ত পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করুন।
মহিলা সমিতি দাবি জানায় --
বাংলার মেয়েরা তৃণমূল কংগ্রেসকে তৃতীয় বার ক্ষমতায় আনার জন্য বিপুলভাবে ভোট দিয়েছেন। তাই আমরা চাই পিতৃতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে রাজ্য প্রশাসন উদ্যোগ নেবে। আশা করি এই নির্যাতন ধর্ষণ খুন বন্ধ করার জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন দ্রুত এই ঘটনার হস্তক্ষেপ করুন ও এবং দোষীদের গ্রেফতার এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন।