গত ২৭ জুলাই প্রয়াত হন সিপিআই(এমএল) লিবারেশনের বালি-বেলুড় লোকাল কমিটির সদস্য এবং বেলুড় মহাদেও জুটমিলের শ্রমিক নেতা রাজেন্দ্র সাউ (গুপ্তা)। ২২ অগাস্ট বালি পার্টি অফিসে সিপিআই(এমএল) লিবারেশন বালি-বেলুড় লোকাল কমিটির উদ্যোগে শ্রমিক নেতা রাজেন্দ্র গুপ্তা (সাউ)’র স্মরণসভা সংগঠিত হয়। সভা পরিচালনা করেন অঙ্কিত মজুমদার এবং তপন ঘোষকে নিয়ে গঠিত সভাপতিমণ্ডলী। মাল্যদান এবং নীরাবতা পালনের পরে লোকাল কমিটির পক্ষ থেকে শোকবার্তা পাঠ করেন পার্টির লোকাল সম্পাদক নীলাশিস। গণসঙ্গীত পরিবেশন করে বালি সংযোগ সাংস্কৃতিক সংস্থা। পাঠ করা হয় এআইসিসিটিইউ রাজ্য সম্পাদক বাসুদেব বসু এবং বিসিএমএফ রাজ্য সম্পাদক অতনু চক্রবর্তীর পাঠানো শোকবার্তা। রাজেন্দ্র গুপ্তার স্মৃতিচারণা করে বক্তব্য রাখেন সিপিআই(এমএল) জেলা সম্পাদক দেবব্রত ভক্ত, বিসিএমএফ রাজ্য সভাপতি নবেন্দু দাশগুপ্ত, শ্রমিক নেতা তপন ঘোষ, মহাদেও জুটমিলের শ্রমিক রাধেশ্যাম দাস, বালি গ্রামাঞ্চলের পার্টি সংগঠক মাধব মুখার্জী, অরুণ গুহ, দীপক চক্রবর্তী, বর্ষীয়ান পার্টি নেতা রঘুপতি গাঙ্গুলি, গোপাল বেরা, ছাত্র নেতা অমিতাভ সহ অন্যান্যরা। আবৃত্তি পরিবেশন করেন অমিতাভ ব্যানার্জী। উপস্থিত ছিলেন প্রয়াত রাজেন্দ্র গুপ্তার মেয়ে রাখি গুপ্তা। স্মরণসভায় মহাদেও জুটমিলের শ্রমিক কমরেড এবং ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।