ধুবুলিয়ায় এআইসিসিটিটিইউ অনুমোদিত সংগ্রামী টোটো চালক ইউনিয়ন, সংগ্রামী বিড়ি শ্রমিক ইউনিয়ন, সংগ্রামী মুটিয়া মজদুর ইউনিয়ন সমূহের পক্ষ থেকে ১৭ জুলাই সিপিআই(এমএল) লিবারেশন অফিস চত্বর থেকে এক মিছিল বের হয়ে ধুবুলিয়া বাজার ঘুরে নেতাজী পার্কে শেষ হয়। মিছিল শেষে প্রতিবাদীসভা অনুষ্ঠিত হয়। মিছিলে সকলের গলায় শোনা যায় পেট্রাপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে, কৃষকের ফসলের নায্য দাম দিতে হবে। সকলের জন্য দ্রুত করোনা ভ্যাকসিন দিতে হবে, সমস্ত অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের মাসিক ৭,৫০০ টাকা দিতে হবে। মিছিলে পা মেলান এআইসিসিটিইউ রাজ্য সম্পাদক বাসুদেব বসু, কাজল দত্তগুপ্ত, নীহার ব্যানার্জি, জয়কৃষ্ণ পোদ্দার ও অন্যান্য নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন জীবন কবিরাজ, বাসুদেব বসু, সন্তু ভট্টাচার্য।