ইউএপিএ’র মতো নারকীয় আইনকে হাতিয়ার করেছে ফ্যাসিস্ট বিজেপি-আরএসএস পরিচালিত সরকার। মানবাধিকার কর্মী ও আদিবাসী জন-অধিকার কর্মী ফাদার স্ট্যান স্বামীকে সুপরিকল্পিতভাবে তিলে তিলে হত্যা করা হয়েছে এই দানবীয় আইন দুটিকে ব্যবহার করে। এই রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে ১৩ জুলাই বাঁশদ্রোনী ব্রিজ সংলগ্ন স্থানে এক প্রতিবাদসভা অনুষ্ঠিত হয় সিপিআই(এমএল) লিবারেশনের স্থানীয় শাখার উদ্যোগে। তবে পার্টির বাইরের অনেক মানুষ এই সভায় উপস্থিত ছিলেন। ফাদার স্ট্যান স্বামীর শহীদবেদীতে মাল্যদান এবং তাঁর স্মৃতিতে নিরবতা পালন করা হয়। সভা পরিচালনা করেন উজ্জ্বল সরকার। শান্তনু ভট্টাচার্যের গণসঙ্গীতের মধ্য দিয়ে সভা শুরু হয়। বক্তব্য রাখেন সোমনাথ গুহ, অতনু চক্রবর্তী, চন্দ্রস্মিতা চৌধুরী, তমাল চক্রবর্তী, বাসুদেব বসু, বিপ্লব দে। ইউএপিএ’র মতো দানবীয় আইন প্রত্যাহার, এই দানবীয় আইনে বন্দীদের অবিলম্বে মুক্তি এবং ফ্যাসিস্ট বিজেপি আরএসএস-এর বিরোধী কণ্ঠস্বরকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার প্রবণতার বিরুদ্ধে দাঁড়িয়ে, দেশ বিক্রির নীল নকশা ছিঁড়ে ফেলার লক্ষ্যে, ফ্যাসি বিরোধী আন্দোলন জোরদার করার ডাক দেওয়া হয়।