২৬ জুলাই ২০২১ মহিলা কিষাণ সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাব
mahila kisan parliament

প্রস্তাব-১

কৃষিক্ষেত্রে মহিলাদের অসামান্য অবদান থাকা সত্ত্বেও, তাঁরা আমাদের দেশে উপযুক্ত মর্যাদা, স্বীকৃতি ও আসন পাননি। তাদের কঠিন পরিশ্রম, যোগ্যতা, জ্ঞান ও গুরুত্বের কথা আমাদের সমাজ এবং জনআন্দোলনগুলিকে বিবেচনা করতে হবে। সুচিন্তিত পদক্ষেপের মাধ্যমে কৃষক আন্দোলনে মহিলাদের ভূমিকা ও ক্ষেত্র প্রশস্ত করতে হবে।

প্রস্তাব-২

এই মহিলা সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হল, পঞ্চায়েত এবং পুর কমিটি ইত্যাদি স্থানীয় সমিতিগুলির মতো, সংসদ এবং বিধানসভায় মহিলাদের ৩৩ শতাংশ প্রতিনিধিত্ব থাকা উচিত। জনসংখ্যার ৫০ শতাংশের উপযুক্ত প্রতিনিধিত্ব রাখার জন্য সংবিধান সংশোধন করা উচিত।

খণ্ড-28
সংখ্যা-28