“ইনকিলাব জিন্দাবাদ” শ্লোগানের শতবর্ষ পূর্ণ হল।
“ইনকিলাব জিন্দাবাদ” শব্দবন্ধের স্রষ্টা মওলানা হাসরত মোহানি।
মওলানা “ইনকিলাব জিন্দাবাদ” শব্দ বন্ধটি শ্লোগান হিসেবে সৃষ্টি করেন ১৯২১ সালে। তাঁর জন্ম হয় ১৮৭৫ সালের ১ জানুয়ারি উত্তরপ্রদেশের উন্নাও জেলার মোহানে, তাঁর জীবনাবসান হয় ১৯৫১ সালের ১৩ মে লক্ষ্ণৌতে।
মওলানার প্রকৃত নাম ফজল-উল-হাসান।
‘হাসরত’ তাঁর কলম নাম, যা তিনি উর্দু কবিতায় ব্যবহার করতেন, আর মোহানি শব্দটি যেখানে তিনি জন্মগ্রহণ করেন সেই মোহান স্থানটি বোঝাতে ব্যবহৃত হয়েছে।
মওলানা ভারতের কমিউনিস্ট পার্টির চারজন প্রতিষ্ঠাতার একজন। তিনি শুধু “ইনকিলাব জিন্দাবাদ” শ্লোগানের স্রষ্টা নন, পূর্ণ স্বাধীনতার ঘোষক-ও ছিলেন।
[বন্ধু গালিবের কাছ থেকে তথ্যটি পেয়েছেন] — অধ্যাপক শায়ক মুখোপাধ্যায়, বাংলা বিভাগ, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়।