স্মরণসভা শিলিগুড়িতে
Memorial in Siliguri_0

১০ জুলাই সিপিআই(এমএল) লিবারেশনের শিলিগুড়ি শক্তিগড় ব্রাঞ্চ কমিটির পক্ষ থেকে প্রয়াত সদস্য রেণু দাস এবং সমাজকর্মী, পরিবেশ আন্দোলনের অগ্রণী যোদ্ধা স্ট্যান স্বামীর স্মরণসভা করা হয়। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক অভিজিৎ মজুমদার, মোজাম্মেল হক, নেমু সিংহ, গৌতম চক্রবর্তী, পৈষানজু সিংহ সহ ব্রাঞ্চ কমিটির সদস্যরা। বিগত ছ’বছর ধরে রেণু দাস শক্তিগড় ব্রাঞ্চ কমিটির সাথে যুক্ত ছিলেন। মূলত শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব করা রেণুদি বিভিন্ন সময়ে ব্রাঞ্চ এবং জেলা স্তরের বিভিন্ন কর্মসূচিতে উৎসাহের সঙ্গে সামিল হয়েছেন। স্থানীয় সংগঠনকে কিভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই কথা তিনি সবসময় বলতেন। তাঁর সেই ভাবনার কথা, মানুষ হিসেবে রেণু দাস কেমন ছিলেন সেইসব কথা ভাগ করে নেন উপস্থিত ব্রাঞ্চ সদস্যা গঙ্গা রায়, ভাগ্য মন্ডল, রুবী সেনগুপ্ত প্রমুখ। বক্তব্য রাখেন জেলা সম্পাদক অভিজিৎ মজুমদার। তিনি বলেন, রেণু দাসরা কিভাবে খুব ছোট পরিসর থেকে উঠে আসলেও সকলকে নিয়ে চলার, ভাবার শক্তিটুকু জড়ো করেন মনের মধ্যে এবং আমৃত্যু সেই বিশ্বাসে অবিচল থাকেন। এছাড়াও ফাদার স্ট্যান স্বামীর পরিকল্পিত রাষ্ট্রীয় হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, সব গণতন্ত্রপ্রিয় মানুষকে একত্রিত করে ফ্যাসিস্ট সাম্প্রদায়িক সরকারের বিরুদ্ধে নিরন্তর লড়াই আমাদের চালিয়ে যেতে হবে। এছাড়াও বক্তব্য রাখেন শিলিগুড়ি লোকাল কমিটির সম্পাদক মোজাম্মেল হক। স্মরণসভা পরিচালনা করেন শাশ্বতী সেনগুপ্ত। শেষে গৌতম চক্রবর্তীর সঙ্গে ‘কমিউনিস্ট আন্তর্জাতিক’ সঙ্গীতে গলা মেলান উপস্থিত সকলে। স্মরণসভা শেষে লকডাউনে ক্ষতিগ্রস্ত কুড়িটি পরিবারের হাতে দ্বিতীয় দফায় রেশন তুলে দেওয়া হয়।

খণ্ড-28
সংখ্যা-26