পেট্রোল ১০০ টাকা ছাড়িয়ে গেল। ডিজেল ও কাছাকাছি। ফলে স্বাভাবিকভাবেই সমস্ত জিনিসের দাম বেড়ে গেছে। কিন্তু মোদী এই দিকে নজর না দিয়ে নির্লজ্জ বেহায়ার মতো আচ্ছে দিনের ভাষণ দিয়ে যাচ্ছে। মোদী পেট্রোলে লিটারে ৩৩ টাকা এবং রাজ্য সরকার ১৯ টাকা কর নেয়। ভাষণ ছেড়ে কেন্দ্র এই করটা একটু কমিয়ে দিলে আমজনতার লাভ হয়। এর বিরুদ্ধে এবং আমাদের রাজ্যে অবিলম্বে ত্রুটিমুক্ত শিক্ষক নিয়োগের তালিকা বের করে শিক্ষক নিয়োগ সহ এলাকায় এলাকায় সব মানুষদের বিনামূল্যে করোনা টিকা দেওয়ার দাবিতে ৪ জুলাই বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরের রবীন্দ্র মুর্তি থেকে মিছিল করে ইন্দিরা মার্কেটে এসে সংক্ষিপ্ত সভা এবং জনবিরোধী সরকারের প্রতিভু নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করা হয়। এই কর্মসূচী নেওয়া হয় সিপিআই(এমএল) লিবারেশন, আরওয়াইএ এবং এআইএসএ-র পক্ষ থেকে। নেতৃত্ব দেন পার্টির জেলা সম্পাদক বাবলু ব্যানার্জী, ছাত্র-যুব সংগঠনের পক্ষে ফারহান হোসেন খান ও প্রান্তিক দাশগুপ্ত। এছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন এক ঝাঁক উদীয়মান সংগঠক বিল্টু ক্ষেত্রপাল, গৌরব ব্যানার্জি, শুভম দে, শুভঙ্কর রায়, আবির ঘোষ, সৌরভ কারক, সেখ রোহিত, রাজদীপ গিরি এবং সায়ন্তন রায়।