খবরা-খবর
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি চরমে ওঠার বিরুদ্ধে প্রতিবাদ বাঁকুড়ায়
against the rise in prices of petroleum products

পেট্রোপণ্যের অগ্নিমূল্যের বিরুদ্ধে বাঁকুড়ার মাকুড় গ্রামে সিপিআই(এমএল) লিবারেশনের পক্ষ থেকে প্রতিবাদ দিবস পালন করা হয়। সারা বিশ্বে যখন পেট্রোপন্যের দাম কমছে আমাদের দেশে তখন পেট্রোল-ডিজেল সেঞ্চুরির পথে। কোনো কোনো রাজ্যে যা পেরিয়ে গেছে। এর কারণ আমাদের দেশের সরকার পেট্রোল-ডিজেলের উপর শতকরা ৬০-৭০ ভাগ কর ও সেস নেয়। এরফলে ডাল-তেল-ডিম সহ সমস্ত জিনিসের দাম আজ আকাশছোঁয়া। জনগণের দাবি, অবিলম্বে এই সব জিনিসের দাম কমাতে হবে। মানুষ যখন করোনার টিকা না পেয়ে, হাসপাতালে বেড অক্সিজেন না পেয়ে মারা যাচ্ছে প্রধানমন্ত্রী মোদী তখন ‘মন কি বাত’ ভাষণ দিচ্ছেন। তাই আমরা বলি ভাষণ ছাড়ো, এলাকায় এলাকায় ক্যাম্প করে সব মানুষদের বিনামুল্যে করোনা টিকা দাও। টিকার ক্ষেত্রে স্বজনপোষন বন্ধ করতে হবে। অবিলম্বে গরিব পরিবারগুলোকে নগদ ৭,৫০০ টাকা লকডাউন ভাতা দিতে হবে। বাংলার মানুষ যখন সারা দেশের সাথে করোনার বিরুদ্ধে লড়ছে, লকডাউনে কাজ হারা গরিব মানুষ নিজের ছেলেমেয়েদের মুখে ভাত তুলে দেওয়ার লড়াই করছে, বিজেপি তখন বাংলার নির্বাচনে গণরায়ে তাদের হার মানতে না পেরে নানা রকম চক্রান্ত করেই চলেছে। সবশেষে চক্রান্ত করছে বাংলাকে ভাগ করার। কারণ এই বাংলা বিজেপির কৃষক বিরোধী কৃষি আইন, শ্রমিক বিরোধী শ্রমকোডের বিরুদ্ধে রাস্তার লড়াইয়ে আছে। মানুষের এই মনোবল ‘বাংলা ভাগ’এর নামে ভেঙ্গে দিতে চাইছে। এই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। মাকুড় গ্রামের প্রতিবাদী কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিআই(এমএল) বাঁকুড়া জেলা সম্পাদক বাবলু ব্যানার্জী এবং কৃষক নেতা বৈদ্যনাথ চীনা, ছাত্র নেতা ফারহান হোসেন খান।

খণ্ড-28
সংখ্যা-25