শিক্ষক নিয়োগে দুর্নীতি, যোগ্য শিক্ষক পদে চাকুরী প্রার্থীদের বঞ্চিত করার বিরুদ্ধে ও শূন্য পদে দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরেই আর ওয়াইএর নেতৃত্বে আন্দোলন চলছে শিক্ষক প্রার্থীরা দীর্ঘদিন অনশন করছেন। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি ও কার্যকর হচ্ছে না। বেকার যুবকরা অনেক কষ্ট করে ঋণগ্রস্ত মা-বাবার অর্থ ব্যয় করে লেখা পড়া শিখে যোগ্যতা অর্জন করেও বেকারত্বের জ্বালায় আত্মহত্যা করতে হচ্ছে। দালাল, শাসক পার্টির দান্ধাবাজ নেতাদের দ্বারা প্রতারিত হচ্ছে। কিন্ত শিক্ষক নিয়োগ আজ ও কোর্টের অজুহাত, নেতাদের ভাষণ প্রতিশ্রুতির মধ্যেই আটকে আছে। তাই করোনার পরিস্থিতিতে অঘোষিত লকডাউন এর মধ্যেই ব্যাপক সমর্থন নিয়ে ক্ষমতায় আসা নতুন সরকারের কাছে আর ওয়াইএ দাবি করছে –
• শিক্ষক নিয়োগে দুর্নীতির নিরপেক্ষ তদন্ত হোক ।
• অসদউপায়ে নিযুক্ত শিক্ষকদের বরখাস্ত করতে হবে এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করতে হবে।
• শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও নিয়মিত টেট, এসএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা কার্যকর করতে হবে ।
• শিক্ষান্তে কাজের অধিকারকে সুনিশ্চিত করতে হবে ।
এই সমস্ত দাবিতে ১০ জুন পূর্ব বর্ধমান জেলার পুর্বস্থলী ২নং ব্লকের ফলেয়া স্টেশন বাজারে, বাররপাড়া গ্রামে, মন্তেশ্বর ব্লকের মুরুলিয়া গ্রাম, কুলুট-এ প্রতিবাদ সংগঠিত হয়।