বজবজ গ্ৰামাঞ্চলে সিপিআই(এমএল) লিবারেশন ও আইআরলার নেতৃত্বে কাজের অঞ্চলজুড়ে ২০০ দিনের কাজ, ৬০০ টাকা মজুরি, বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া রেশনে ৩৫ কেজি খাদ্যশষ্য প্রদান করা সহ বিভিন্ন দাবিতে অবস্থান সংগঠিত হয়। গত ২রা জুন হালদারপাড়া, ৩ জুন বৈষ্ণবপাড়া, ৯ জুন সিংপাড়া, ১৪ জুন আদকপাড়া অঞ্চলে অবস্থান কর্মসূচী সংগঠিত হয়। প্রতিটি অবস্থানে আন্দোলনের সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন আইআরলা জাতীয় কাউন্সিল সদস্যা ও পার্টির জেলা নেত্রী দেবযানী গোস্বামী, বজবজ গ্রাম লোকাল কমিটির অন্যতম সংগঠক শ্যামসুন্দর গোস্বামী, বজবজ গ্রাম লোকাল কমিটির সম্পাদক ইন্দ্রজিৎ দত্ত।