৩১ মে অত্যন্ত প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও করন্দা গণহত্যার শহীদ দিবস পালিত হয়। গ্রামের কমরেডদের সাথে সিপিআই (এম-এল) লিবারেশনের সুকুমার সোম, নন্দদুলাল চ্যাটার্জী ও জেলা কমিটি সদস্য শ্রীকান্ত রাণা, তরুণ কান্তি মাজি উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলন ও মাল্যদানের পর শহীদ স্মরণে নিরাবতা পালন করা হয়। বক্তব্য রাখেন শ্রীকান্ত রাণা। ফ্যাসিবাদের হামলার সামনে করন্দার মতো গ্রামে গ্রামে কৃষক আন্দোলন গড়ে তোলা কত জরুরি সে বিষয়ে বক্তব্য রাখেন তিনি।