খবরা-খবর
এআইসিসিটিইউ-র নাগরিক সভা

এআইসিসিটিইউ-এর নেতৃত্বে ১৭ ফেব্রুয়ারী বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের ৬ নং ওয়ার্ডে ৪০ জন মহিলা সহ শতাধিক ছাত্র-যুব-মহিলা-শ্রমিকদের নাগরিক সভা অনুষ্ঠিত হয়। সভায় এআইসিসিটিইউ নেতা ফারহান হোসেন খান বলেন কেন্দ্রের বিজিপি সরকার একদিকে এনপিআর, এনআরসি-র মাধ্যমে ব্যাপক গরিব মানুষকে বে-নাগরিক করে মান-মর্যাদাহীন সস্তা শ্রমিকে পরিণত করার চেষ্টা করছে যা ইতিমধ্যেই আসামে দেখা গেছে অপরদিকে বাজেটে খাদ্য ভর্তুকি ৭৪০০০ কোটি টাকা কমিয়ে দিল এর ফলে রেশনে খাদ্য দ্রব্য সরবরাহ কমে যাবে মিড-ডে-মিল বন্ধ হয়ে যাবে। ১০০ দিনের কাজে ৯৫০০ কোটি টাকা কমিয়ে দিয়েছে ফলে মেহনতি মানুষের কাজ কমে যাবে মজুরি কমে যাবে। এই বিজেপি সরকার আগেই নগদে ভর্তুকির নামে তপশিলি জাতি/তপশিলি উপজাতিদের হোষ্টেল তুলে দিয়েছে এখন সংরক্ষণ তুলে দিয়ে নতুন করে ব্রাহ্মণ্যবাদ প্রতিষ্ঠা করতে চাইছে। সভা থেকে একটি কমিটি গঠন করা হয় এবং সিদ্ধান্ত হয় আগামী ১৬ মার্চ বিষ্ণুপুর এসডিও-কে ডেপুটেশন দেওয়া হবে, দাবি এনপিআর করে টাকা খরচ না করে ভর্তুকি দিয়ে ধান-গম কিনে রেশন ব্যবস্থা চালু রাখো। এনআরসি নয় বাস্তুহীনদের তালিকা তৈরি করে সবার বাড়ি তৈরি করো, ৬০ বছরের উপরে সবার মাসে ৬০০০ টাকা পেনশন দাও। এই সভায় আরো উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষাবিদ শেখ ইদ্রিস, বিল্টু ক্ষেত্রপাল, শুভম দে সহ আরো অনেকে।

bk

 

খণ্ড-27
সংখ্যা-4