অল ইণ্ডিয়া স্টুডেন্টস ইউনিয়নের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে এনআরসি, সিএএ, এনপিআর রুখে দিতে, নিউ এডুকেশন পলিসি, ২০১৯ বাতিল সহ সবার জন্য শিক্ষা, শিক্ষা শেষে কাজের দাবিতে আজ, ৮ জানুয়ারী, দেশব্যাপী ছাত্র ধর্মঘটের ডাক দেয় আইসা সহ অন্যান্য বামপন্থী ছাত্র সংগঠনগুলি। এর সাথে সাথেই এআইএসএ পূর্ণ সমর্থন জানায় কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকে সাধারণ ধর্মঘটকে। আজকের সাধারণ ধর্মঘটের অভিমুখ মূলত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে থাকলেও রাজ্যের শাসকদল ও রাজ্য প্রশাসন সচেষ্ট থেকেছে এই ধর্মঘটকে বানচাল করতে।
তারপরেও যাদবপুর, প্রেসিডেন্সি, কলকাতা, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা মেডিকেল কলেজ সহ রাজ্যের প্রায় সমস্ত বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের ছাত্রছাত্রীরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত বাধা অতিক্রম করে পথে নেমে এই ধর্মঘটকে সফল করে তুললেন, তার জন্য রাজ্যের আপামর ছাত্র-ছাত্রী সমাজকে সংগ্রামী অভিনন্দন জানায় আইসা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এবং আমরা দাবি জানাই, গ্রেপ্তার হওয়া সমস্ত ধর্মঘটীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। আগামীদিনে এনআরসি, সিএএ, এনপিআর-এর বিরুদ্ধে, কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সমগ্র ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে চলারও আহ্বান জানায় এআইএসএ।