দিল্লীতে শতাধিক শ্রমিক ঘুমন্ত দগ্ধ, মৃত : মালিকের শাস্তি, শ্রমিকদের ক্ষতিপূরণ চাই

সংসদ থেকে সামান্য দূরত্বের ব্যবধানে দিল্লির সব্জী মান্ডিতে শ্রমিকের মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়ালো। সরকার-প্রশাসন আসল তথ্যকে নির্লজ্জভাবে চাপা দিচ্ছে। একদিকে, প্রায় প্রতিদিন সংসদে পাশ হয়ে চলেছে একের পর এক শ্রমিক বিরোধী বিল। শ্রম আইন, কারখানা আইন, ন্যূনতম মজুরি আইন, সামাজিক সুরক্ষা আইনের যেটুকু অবশিষ্ট ছিল, তা মোদী সরকার পুরোপুরি হরণ করেছে। লক্ষ লক্ষ শ্রমিকের চাকরী আগেই ছিনিয়ে নেওয়া হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রকোপে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। নাগরিকত্ব হরণ করতে এই সরকার কোমর বেঁধেছে। এবার শ্রমিকদের সবচেয়ে নিপীড়িত অংশের জীবন ও কেড়ে নিচ্ছে এই ফ্যাসিস্ট সরকার। দিনের পর দিন আইন ভঙ্গকারী মালিকদের সাথে অশুভ জোটবদ্ধ কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার শ্রমিকদের নিরাপত্তার প্রতি বিন্দুমাত্র নজর না দিয়ে এই সমস্ত জতুগৃহগুলোকে প্রশ্রয় দিয়ে গেছে। অবিলম্বে এই গণশ্রমিক হত্যার বিচার বিভাগীয় তদন্তের দাবিতে, সমস্ত বেআইনি কারখানা বন্ধ, নিহতদের ৫০ লক্ষ ও আহতদের ৩০ লক্ষ টাকার ক্ষতিপূরণ, আইন ভঙ্গকারী মালিকদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে এআইসিসিটিইউ।

kolkata

 

patna

 

খণ্ড-26
সংখ্যা-40