আসাম-মিজোরাম সীমান্তে সংঘর্ষের জন্য দায়ী বিজেপি-এনডিএ মুখ্যমন্ত্রীরা এবং কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী
responsiblefor violence

আসাম-মিজোরামের সীমান্তে রক্তাক্ত সংঘর্ষের বলি হলেন ৫ জন আসাম পুলিশ কর্মী ও আহত হলেন দুই রাজ্যের বহু সাধারণ বসবাসীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র উত্তর-পূর্বাঞ্চল সফরের পরেপরেই এই ঘটনা ঘটে। আসামে রয়েছে বিজেপি সরকার এবং মিজোরাম শাসিত হচ্ছে বিজেপি জোটের এমএনএফ শাসনে।

অমিত শাহ শিলং-এ উভয় রাজ্যের নেতৃত্বের সঙ্গে সাক্ষাতে বলেন, দুই রাজ্যের পেকে ওঠা সীমান্ত বিবাদের মীমাংসা হবে উত্তর-পূর্বের গণতান্ত্রিক জোটের সৎ প্রচেষ্টায়। বিজেপি এই কংগ্রেস-বিরোধী জোট গড়ে তুলেছে ২০১৬ সালে। শাহর সফরের অব্যবহিত পরে আসাম মিজোরামের বিতর্কিত সীমানা অঞ্চলে আসাম পুলিশের একটি টীম কেন পরিদর্শনে গিয়েছিল? এই পরিদর্শনের অনুমোদন নিশ্চয়ই আসাম মুখ্যমন্ত্রী দিয়েছিলেন? পরিস্থিতির এই অবনমন এবং হিংসা থামানোর জন্য কেন দুই রাজ্যের মুখ্যমন্ত্রীরা পরস্পর সহযোগীতা করলেন না? বিজেপি নেতৃত্বের গর্ব কেন্দ্র ও রাজ্যে বিজেপি-এনডিএ জোটের ‘ডবল-ইঞ্জিন সরকার’ রয়েছে। কেন্দ্রের বিজেপি সরকার এবং উত্তর-পূর্বের এই দুই প্রতিবেশি রাজ্যের বিজেপি-এনডিএ সরকারের জোটবদ্ধতা সত্ত্বেও এই লজ্জাজনক হিংসার ঘটনা ঘটলো। উত্তর-পূর্বাঞ্চলে বিজেপির আধিপত্যবাদী উচ্চাকাঙ্খার জন্যই সীমান্ত বিবাদের এই চরম রূপ ধারণ করেছে। আসাম, মিজোরামের দুই মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই সংঘর্ষের জন্য দায়ী। দুই রাজ্যের সীমান্ত বিবাদ, বন্ধুত্বপূর্ণ আপসের মনোভাব নিয়ে, কোনও প্ররোচনা বা বাহুবল না দেখিয়ে বা হিংসা ছাড়াই মীমাংসা করতে হবে।

খণ্ড-28
সংখ্যা-29