এসএসকেএম হাসপাতালের মধ্যে সরকারি নার্সরা আন্দোলন শুরু করেছেন গত ২৬ জুলাই থেকে। তাঁদের দাবি — বেতন বৈষম্য বন্ধ করতে হবে, নার্সিং অফিসারদের উপর প্রশাসনিক নিপীড়ন বন্ধ করতে হবে, চুক্তি প্রথা বাতিল করে নার্সদের স্থায়ী পদে নিয়োগ করতে হবে। এছাড়াও তাঁরা দাবি করছেন, জিএনএম (জেনারেল নার্সিং ও মিডওয়াইফ) কোর্স বাতিল করা চলবে না। রাজ্যের সরকারি হাসপাতালের নার্সিং কর্মচারীদের কেন্দ্রীয় হারে নার্সিং কেয়ার অ্যালাউন্স, হাউস রেন্ট অ্যালাউন্স, হ্যাজার্ডস অ্যালাউন্স, ওয়াসিং ও ড্রেস অ্যালাউন্স, ট্রান্সপোর্ট অ্যালাউন্স দিতে হবে। বিভিন্ন জেলার প্রতিনিধিরা এবং কলকাতার বিভিন্ন হাসপাতালের নার্সরা এই অবস্থান আন্দোলন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা নিচ্ছেন। নার্সেস ইউনিটি নামক সংগঠনের ডাকেই এই আন্দোলন সংগঠিত হচ্ছে। আগামী শুক্রবার ৬ অগাস্ট তাঁরা মহামিছিলের ডাক দিয়েছে। রাজ্য সরকার এখনও পর্যন্ত তাঁদের আন্দোলনে কোন কর্ণপাত করছে না। রাজ্য সরকারের দীর্ঘদিনের বঞ্চনার বিরুদ্ধে নিজেদের ডিউটি সম্পন্ন করেই আজ তাঁরা আন্দোলনের পথে। তাই সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতি থেকে কয়েকজন তাঁদের পাশে সংহতি জানাতে গেছিলেন ৩১ জুলাই।