খবরা-খবর
ময়নাগুড়ি বিডিও-তে বিক্ষোভ ডেপুটেশন

নিজ ভূমি নিজ গৃহ প্রকল্পের আওতায় সকল ভূমিহীনদের আনতে হবে। দরিদ্র পরিবারগুলিকে খাদ্য সুরক্ষা আইনের অন্তর্ভুক্ত করতে হবে। ভূমিহীন পরিবারগুলিকে পাঁচ শতক করে বাস্তু জমি দিতে হবে। এনআরইজিএ-র কাজ অবিলেম্ব চালু করার দাবি সহ নয় দফা দাবিতে ১৩ সেপ্টেম্বর ময়নাগুড়ি ব্লকে সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতির পক্ষ থেকে বিডিওকে স্মারকলিপি প্রদান করা হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা সম্পাদক ভাস্কর দত্ত, আয়ারলার জেলা সম্পাদক শ্যামল ভৌমিক, সদস্য অন্নদেব রায়, দেবনাথ রায়। ছিলেন জেলা কমিটির সদস্য শৈলেন রায়, বৈশাখী রায়। বিক্ষোভ চলাকালীন অন্যান্য বিষয়ের সাথে এনআরসি-র বিরুদ্ধেও সরব হন প্রদীপ গোস্বামী সহ অন্যান্য বক্তারা।

mainaguri

 

খণ্ড-26
সংখ্যা-29