জমি গ্রাসের বিরুদ্ধে জয়েন্ট ফোরাম সোচ্চার অসমে বিজেপি গণতন্ত্রকে হত্যা করছ

অসমের রাজগড়ে জমি-গ্রাসের বিরুদ্ধে জনগণের প্রতিবাদ সংগঠিত হতে দেখে বিজেপি সরকার পুলিশী আক্রমণ নামিয়েছে। জাতীয় সড়ক এনএইচ-৫২বি তৈরি বাবদ সংলগ্ন ২০০০ একরেরও বেশি জমি অধিগ্রহণ করার ফলে ৫৭টি গ্রামের ১৭০০ পরিবার ক্ষতির কবলে পড়েছে। এই ইস্যুতে ক্ষতিপূরণের দাবিতে গড়ে তোলা হয়েছে এক জয়েন্ট ফোরাম — ‘এনএইচ-৫২বি ক্ষতিগ্রস্ত সুরক্ষা সমিতি’। এই ব্যানারে গ্রামবাসীরা বিক্ষোভে নামলে পুলিশ ব্যাপক সংখ্যায় গ্রেপ্তার করে আন্দোলনকারীদের। সংগ্রামে সংহতিতে নামে সারা ভারত কিষাণ মহাসভা এবং সিপিআই(এমএল)। মহাসভার নেতা ও পার্টির কেন্দ্রীয় কমিটি সদস্য বলীন্দ্র শইকিয়া জানাচ্ছেন, লাগাতার আন্দোলনের চাপের সামনে অসম সরকার বাধ্য হয়েছে অধিগ্রহণের ক্ষতিপূরণের দাবি মেনে চুক্তি সম্পাদন করতে। বিজেপির স্থানীয় বিধায়ক, যিনি আন্দোলনের বিরুদ্ধে দাঁড়ান, তিনি আন্দোলনে অন্তর্ঘাত করার উদ্দেশ্যে বলীন্দ্রকে মিথ্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র করেন। জনগণ সেই চক্রান্ত ষড়যন্ত্র ছিন্নভিন্ন করে দেয়।

প্রসঙ্গত উল্লেখ্য, ডিব্রুগড় জেলার মধ্য দিয়ে এনএইচ-৫২বি জাতীয় সড়কটি নির্মীত হয়েছিল ২০১৩ সালে। মোট অধিগৃহীত জমির ৫৫০ বিঘা মতো ছিল সরকারের অধীনস্থ জমি, যেখানে গরিব মানুষেরা বসবাস ও জীবিকা নির্বাহ করতেন। সরকার ক্ষতিপূরণের প্যাকেজ দিয়েছিল বিঘা প্রতি ১ লক্ষ টাকা, পরিবার পিছু ১৭০০০ টাকা মাত্র। তারপর এনএইচ-৫২বি ক্ষতিগ্রস্ত সুরক্ষা সমিতির আন্দোলনে সরকার বঞ্চিত গরিব জনগণকে মোট ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছিল।

খণ্ড-26
সংখ্যা-26