খবরা-খবর
সম্প্রীতির বন্ধন : সেলিমপুর

সারাদেশ জুড়ে ধর্মীয় উন্মাদনায় ভর করে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে সংখ্যালঘু মানুষের ওপর। ‘‘জয় শ্রী রাম”-এর নামে ঘৃণা ছড়ানো হচ্ছে সামাজিক পরিসরগুলিতে। ‘‘ভারত মাতার সন্তান” দাবি করে কিছু মানুষ দেশের আবহমান কালের ঐতিহ্যকে গুঁড়িয়ে দিতে চাইছে।এই পরিপ্রেক্ষিতে, ‘‘পাড়ায় পাড়ায়, মানুষে মানুষে সুস্থ সম্পর্ক বোধগুলো দৃঢ় করা সকলের কর্তব্য” — বলেছিলেন কবি শঙ্খ ঘোষ।

সেই বার্তাকে সঙ্গী করে আইসা, আশু মজুমদার স্মৃতি লাইব্রেরী, প্রগতিশীল মহিলা সমিতি, সংযোগ-সহ বিভিন্ন সংগঠনের ব্যবস্থাপনায় রাখী-বন্ধন উৎসব পালন করা হল সেলিমপুরের সংখ্যালঘু মহল্লায়। এই অনুষ্ঠানে বিশেষ সঙ্গী হন স্থানীয় কাউন্সিলর মধুছন্দা দেব। বৌদির দোকান মোড় সংলগ্ন এলাকার প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে পরানো হল রাখী। সংগঠনের একদম ছোট থেকে বড়ো সকলেই সামিল হলেন এই উৎসবে। নিজেদের অবস্থা সম্পর্কে বলার সাথে সাথে উদ্বেগও জানেলেন অনেকে। কাউন্সিলার সহ উপস্থিত সকলেই তাদের ভরসা দেন। সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন মধুছন্দা দেব সহ অনেকে। কবি শঙ্খ ঘোষের বার্তা সম্বলিত লিফলেট বিলি করা হয়। সকলকে মিষ্টি মুখ করিয়ে স্বাধীনতা দিবসের দিনে গণতন্ত্র ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার অঙ্গীকার করে কর্মসূচী শেষ হয়।


“যখন দেশকে মা বলে আমরা গলা ছেড়ে ডাকি,
যখন মুখে যাই বলি,মনে মনে জানি,
সে মা গুটিকয়েক আদুরে ছেলের মা”
পল্লীপ্রকৃতি-পল্লীসেবা

- রবীন্দ্রনাথ ঠাকুর

খণ্ড-26
সংখ্যা-25