সরকারী পরিবহন শিল্পের শ্রমিকদের বিক্ষোভ মিছিল, অবরোধ, সভা

সরকারী পরিবহন শিল্পের শ্রমিকদের নিয়োগে খাওয়া কাটমানি ফেরত দিতে হবে, শ্রমিকদের দাসে পরিণত করা চলবে না, অবিলম্বে সমস্ত কন্ট্রাক্ট, ফ্রাঞ্চাইজ ড্রাইভার ও কন্ডাকটরদের স্থায়ী করতে হবে, সম কাজে সম মজুরি দিতে হবে সহ ২০ দফা দাবিতে ৫ জুলাই কলকাতায় প্রায় ৬ শতাধিক পরিবহন শ্রমিকদের একটি মিছিল সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বের হয়। এস এন ব্যানার্জী রোড হয়ে ধর্মতলায় প্রতীকী অবরোধ করে ধর্মতলা ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন কন্ট্রোল দপ্তরের সামনে বিকেল ৩টে পর্যন্ত অবস্থান বিক্ষোভ সভা করা হয়। ঐ সভা থেকে দাবি ওঠে -

(১) নিয়োগের নামে শ্রমিকদের কাছ থেকে নেওয়া কাটমানি ফেরত দিতে হবে।

(২) ফ্রানচাইজি কোম্পানিগুলির বৈধতা সম্পর্কে তদন্ত করতে হবে।

(৩) সমস্ত কন্ট্রাক্ট, ফ্রাঞ্চাইজ-এর শ্রমিকদের স্থায়ী করতে হবে।

(৪) সরকারি ঘোষণা অনুযায়ী বোনাস দিতে হবে।

(৫) যখন তখন শ্রমিকদের কাজ থেকে বসিয়ে দেওয়া চলবে না ইত্যাদি। বিক্ষোভ অবস্থান সভা থেকে জানানো হয় আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

এআইসিসিটিইউ-র রাজ্য নেতৃত্ব ও ইউনিয়ন নেতৃত্ব যথাক্রমে বাসুদেব বসু, দিবাকর ভট্টাচার্য্য, তরুণ সরকার, বলরাম মাঝি, গৌরাঙ্গ সেন, আয়ুব আলি সর্দার, শশাঙ্ক চক্রবর্তী, বিশ্বরঞ্জন সরকার প্রমূখ ঐ বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। কর্মসূচীর উদ্যোক্তা ছিল —

(এআইসিসিটিইউ অন্তর্ভুক্ত) সিটিসিবিডিকেএস, সিএসটিসিএসএসকেইউ, এডব্লিউবিএসটিএসএসকেইউ, কন্ট্রাক্ট, ফ্র্যানচাইজি ড্রাইভার এণ্ড কন্ডাক্টর যুক্ত মঞ্চ।

খণ্ড-26
সংখ্যা-21