খবরা-খবর
কোন্নগরে রক্তদান শিবির

১১ জুলাই এআইসিসিটিইউ, আইসা, বিপ্লবী যুব অ্যাসোসিয়েশন, সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতি ও কোন্নগর থিয়েটার লিবার্টির যৌথ উদ্যোগে এবং সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় কোন্নগরে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। বিগত কয়েক বছর যাবত প্রতি বছরই এই অঞ্চলে সংগঠনগুলি রক্তদান শিবিরের আয়োজন করে থাকে বছরের এই সময়টায়। এই সময়ে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সংকট থাকে, সেই পরিপ্রেক্ষিতে এই কর্মসূচী তাৎপর্যপূর্ণ। কোন্নগর ২নং কলোনি বাজারের শুভলগ্ন অনুষ্ঠান ভবনে সকাল ১০ টায় শুরু হওয়া এদিনের কর্মসূচীতে নির্মাণ সহ বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, ছাত্র, মহিলা, যুব, সাংস্কৃতিক জগতের মানুষ সহ সমাজের বিভিন্ন স্তরের মোট ৫৩ জন রক্তদান করেন।

গোটা এলাকা ছিল লাল পতাকা, ব্যানারে সুসজ্জিত। উপস্থিত ছিলেন শ্রমিক নেতা বটকৃষ্ণ দাস, প্রবীর দাস, কিশোর সরকার, যুব সংগঠক শাম্ব মজুমদার, অতনু পাল, অমিত গাঙ্গুলী, কৃষ্ণ সরকার, আইসার সম্রাট, রণজয়, ঝুমা, দীপ সহ অন্যান্যরা, আইপোয়ার দুর্গা রায়, পূর্ণিমা রায়, পাপিয়া ঘোষ, কোন্নগর থিয়েটার লিবার্টির পক্ষে রবীন্দ্রনাথ সূর, সিপিআই(এম-এল) লিবারেশনের হুগলী জেলা সম্পাদক প্রবীর হালদার সহ বিভিন্ন নেতা, কর্মী ও সংগঠকরা।

খণ্ড-26
সংখ্যা-21