খবরা-খবর
নবদ্বীপের বর্ষীয়ান কমরেড ভোলা সেনের জীবনাবসান

নদিয়া জেলার নবদ্বীপ শহরের দীর্ঘ দিনের পার্টি সদস্য কমরেড ভোলা সেন গত ২৪ অক্টোবর, বিকেল ৫টার সময় নবদ্বীপ হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে বয়স ছিল ৮২ বছর। কিছুদিন যাবত বয়স জনিত কারণে বার বার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হচ্ছিল। ওনার দুই বিবাহিত কন্যা ও স্ত্রী জীবিত আছেন। ৭০-এর দশক থেকে কমরেড পার্টিতে যুক্ত ছিলেন। তিনি একজন তাঁত শ্রমিক ছিলেন। পার্টির গোপন অবস্থায় শ্বেত সন্ত্রাসের সময় অনেক ঝুঁকি নিয়ে পার্টির গোপন ও গ্রেফতারী পরওয়ানা জারি হওয়া কমরেডদের শত্রুর চোখে ধুলো দিয়ে দিনের পর দিন আশ্রয়ে রেখে ছিলেন। পার্টির প্রকাশ্য কার্য্যকলাপে আইপিএফ গঠনের সময় সক্রিয় ভূমিকা পালন করেন। জীবনের শেষ দিকে অসুস্থতা ও বার্ধক্যের কারণে পাটির কর্মসূচিতে হাজির হতে পারতেন না। কিন্তু তিনি মনে খুবই কষ্ঠ পেতেন। একজন কমিউনিস্ট কর্মী হিসেবে পার্টি ও জনগণের সংগ্রাম সংগঠনের অগ্রগতির জন্য জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, সবসময় হাসিমুখে কাজ করে যেতেন। এই কমরেডের সংগ্রামী জীবন থেকে শিক্ষা নিয়ে আজকের পার্টি কাজের অনুপ্রেরণা পেতে পারি। বিশেষ করে আজ কাল অনেক ক্ষেত্রেই ব্যক্তিগত লাভের জন্য পার্টি করার ভাবনা চিন্তা বিপ্লবী চেতনা কলুষিত করছে। কমরেড ভোলা সেনের বিপ্লবী জীবনের স্বপ্ন অধ্যাবসায় অবিনশ্বর হোক। কমরেড ভোলা সেন লালসেলাম।

- সজল পাল

প্রয়াত কমরেড স্মরণে শ্রদ্ধা নিবেদন

‘৭০ দশকে পার্টি পূনর্গঠন কর্মকান্ডের একনিষ্ঠ কর্মী নবদ্বীপের প্রয়াত কমরেড ভোলা সেনের স্মরণে গত ২৮ অক্টোবর নবদ্বীপের পার্টিকর্মীরা এক ঘরোয়া সভায় মিলিত হন। ভোলা সেন গত ২৪ অক্টোবর ৮২ বছর বয়সে নবদ্বীপ হাসপাতালে প্রয়াত হন। এক মিনিট নীরবতা পালন করে, স্মরণে ও স্মৃতিচারণার মধ্য দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। তাঁর সেই সময়কার সহকর্মী প্রবীণ কমরেড প্রাণবল্লভ রায়, যিনি বয়সে আশির কোঠা পেরিয়ে আজও পার্টি স্পিরিটে প্রাণবন্ত, অশক্ত শরীরে যে কোনো পার্টি কর্মসূচীতে অংশ নেন, তিনি স্মৃতিচারণা করে বলেন, কমঃ ভোলা নকশালবাড়ীর ধারায় নিজের গ্রামে একটা বড় লড়াই করে নবদ্বীপ শহরে চলে আসতে বাধ্য হয়েছিলেন।এর পর তাঁত শ্রমিকের কাজে যুক্ত হন। ‘৭০ দশকে ধাক্কার পর সেই সময়ের কঠিন দিনগুলিতে পার্টিকে আশ্রয় দেওয়াই শুধু নয়, পার্টিকে নতুন করে গড়ে তোলার কাজে মনপ্রাণ দিয়ে নেমে পড়েছিলেন। তখন দিনের বেলা গ্রামে থাকা যেতো না, শহরে সময় কাটিয়ে রাতে গ্রামে যাওয়া হতো। ফলে শহরের উপর ন্যস্ত দায় দায়িত্ব খুবই কষ্ঠ করে সামলাতেন কমঃ ভোলা। তাঁকে জানাই লাল সেলাম। এর পর দেবাশীষ সরকার বলেন,তাঁর ছিল অফুরন্ত প্রাণশক্তি। ভোলাদার মতো সত্যনিষ্ঠ কমরেডের জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। প্রবল রাজনৈতিক চাপ সত্বেও জীবনের শেষ দিন পর্যন্ত আদর্শ ধরে রেখেছিলেন।শেষ দিকে শারীরিক অসুবিধার কারণে প্রোগ্রামে আসতে পারতেন না কিন্তু খোঁজ খবর রাখতেন, সংগঠনের বিকাশ নিয়ে একটা উদ্বেগ তাঁর মধ্যে কাজ করতো। বিভিন্ন সামাজিক ঘটনা বা কোনো অনুষ্ঠান, অথবা নাটক, সিনেমা সব কিছুকেই রাজনৈতিকভাবে বিশ্লেষণ করে মনোগ্রাহী রূপে তুলে ধরার এক অদ্ভূত দক্ষতা তাঁর মধ্যে ছিল। তপন ভট্টাচার্য বলেন, যে কোনো বিষয়কে সাবলীল ভাবে গল্পের মতো করে তিনি তুলে ধরতেন। ‘৭৭ এর পরবর্তীতে বেশ কয়েকবার নবদ্বীপ পার্টি কমিটির সদস্য ছিলেন।দেখেছি মতপার্থক্য হলেও বিরুদ্ধ মত গ্রহণ করার মানসিকতা ছিল। পার্টির প্রতি আনুগত্যে ছিলেন নিখাদ। প্রবীণ কমরেড মনোরঞ্জন দেবনাথ বলেন,পার্টি লাইন পরিবর্তনের সময়ে দেখেছি, রাজনৈতিক বিষয়বস্তু গভীর ভাবে আত্মস্হ করতে পেরেছিলেন। পার্টি কর্মী নারায়ন দেবনাথ বলেন,সারা জীবন প্রবল দারিদ্রের সাথে লড়াই করেছেন, পার্টি ও বিপ্লবের প্রতি কোনদিনই বিশ্বাস হারাননি। এ ছাড়াও তিনি একজন সংস্কৃতিমনস্ক মানুষও ছিলেন। নবদ্বীপের পার্টিদরদী কবি রাজীব সাহা ভোলাদার স্মরণে মর্মস্পর্শী এক স্মরচিত কবিতা পাঠ করেন। নদীয়া জেলা কমিটি সদস্য পরিক্ষিত পাল বলেন, নবদ্বীপে পার্টি প্রতিষ্ঠাতাদের অন্যতম কমরেড ভোলা সেনের অবদানের কথা আমরা পরবর্তী প্রজন্মের কর্মীরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। সেই শিক্ষা গ্রহণ করে এগিয়ে যেতে হবে। এ ছাড়াও বক্তব্য রাখেন পার্টি কর্মী মানিক মালাকার। রাজ্য কমিটি সদস্য জয়তু দেশমুখ বলেন, ‘৭০ দশকে ধাক্কার পরবর্তীকালে ধ্বংসস্তুপ থেকে পার্টিকে পুনর্গঠিত করার কাজে নবদ্বীপ একটা কেন্দ্র ছিল। অন্তরালে থেকে যারা সেই কর্মকান্ডের কারিগর ছিলেন ভোলাদা তাঁদের অন্যতম। পরবর্তীতে ‘৮০র দশক জুড়ে পার্টির গণকাজে সদাহাস্যময় ভোলাদা সর্বদাই অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। কম ভোলা সেন অমর রহে।

- জয়তু দেশমুখ

খণ্ড-25
সংখ্যা-33