খবরা-খবর
হুমকির বিরুদ্ধে বালিতে মিছিল

বালিতে সাম্প্রতিক কালে আইসা'র কাজের বৃদ্ধি এবং বিভিন্ন ধরনের অভিনব উদ্যোগে ইতিমধ্যেই ভীত হয়ে উঠেছে এলাকার শাসকদল তৃণমূল। তারই ফলশ্রুতিতে আইসা কর্মীদের ওপর শুরু হয়েছে হুমকি এবং শাসানি। ২২সেপ্টেম্বর ছাত্র ধর্মঘটের সমর্থনে মিছিলের পর আইসা বালি-বেলুড় জোনালের সভাপতি কমরেড অঙ্কিতকে হুমকি দেয় তৃণমূলী দুষ্কৃতীরা। এরপরেও বেছে বেছে আইসা কর্মীদের উপর হুমকি এবং নজরদারী জারি থাকে। কিন্তু দমে না গিয়ে নিজের উদ্যোগ ও উপস্থিতিকে আরও জোরদার করে তুলতে, তৃণমূলের সন্ত্রাসের পরিবেশ তৈরির অপচেষ্টার বিরুদ্ধে মিছিলের সিদ্ধান্ত হয়। সিপিআই(এম এল) এবং আইসা মিলে শহীদ-ঈ-আজম কমরেড ভগৎ সিংয়ের জন্মদিবস ২৮ সেপ্টেম্বর জোড়া অশ্বত্থতলা মোড়ে ভগৎ সিংয়ের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে মিছিল শুরু করে। ছাত্র-ছাত্রীদের এলাকা কাঁপানো দৃপ্ত স্লোগানে মিছিল বালি নিমতলা পর্যন্ত যায়। এই মিছিল এলাকার মানুষকে উৎসাহিত করার সাথে সাথে দুষ্কৃতীদের বিরুদ্ধে বার্তা ছুঁড়ে দেয় 'হুমকি দিয়ে হামলা দিয়ে আইসাকে রোখা যাবেনা'।

খণ্ড-25
সংখ্যা-31