পাঠকের কলমে
the-reader

পলাশীর যুদ্ধ নিয়ে সৌভিকের লেখা পড়লাম। এখন অ্যাকাডেমিক লেখার সময় নয়। অমৃতা রায় বলেছেন, “মহারাজা কৃষ্ণচন্দ্র ব্রিটিশদের সমর্থন করেছিলেন। এটা না করলে সনাতন ধর্ম বিলুপ্ত হত। সিরাজ অত্যাচারী ও দুর্নীতিগ্রস্ত ছিলেন। ... জগৎ শেঠ ও অন্যান্য রাজারাও ব্রিটিশকে সমর্থন করাতেই সফলতা আসে।”

এ মুহূর্তে বিজেপি “ব্রিটিশকে ক্ষমতায় বসানোকে সফলতা” বলতে চাইছে। বেশ, অত্যাচারী মুসলমান অনুপ্রবেশকারীদের বিতারিত/পদানত করে তোমরা হিন্দু রাষ্ট্র কায়েমের চেষ্টা কর। জনগণ সে প্রয়াসের মোকাবিলা করবে। কিন্তু যে মুখে তোমরা ব্রিটিশের জয়গান গাইছ, খবরদার, সেই মুখে ক্ষুদিরাম, মাস্টারদা, বিনয়-বাদল-দীনেশ, ভগৎ সিং, নেতাজির নাম উচ্চারণ করবে না। কারণ তাঁরা সকলেই ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করে জীবন উৎসর্গ করেছেন। সিরাজ কেমন লোক ছিলেন, সেযুগের রাজনৈতিক পরিস্থিতি কেমনতর ছিল — সেসব ব্যাখ্যায় বিজেপিকে কুপোকাত করা যাবে না। সৌভিক সেই পথে হাঁটেননি। এই সময় এ ধরনের লেখা দেশব্রতীতে না ছাপানোই সঠিক হত।

- মুকুল কুমার

খণ্ড-31
সংখ্যা-13