জলঙ্গী নদীর চরের জমিতে গরিবের অধিকার প্রতিষ্ঠার লড়াই করেছে চরমতপুর। সেখানে মানুষ ঐক্যবদ্ধ হয়ে শাসকের হামলা মোকাবিলা করেছে। শহীদ হয়েছে কমরেড ইউসুফ মোল্লা। ২১ মার্চ তাঁর শহীদ দিবস। প্রায় এক দশক পেরিয়ে গেলো সে লড়াই চলছে আজও। “মা মাটি মানুষের” সরকার সেই উর্বরা মাটিকে বছরের পর বছর পতিত ফেলে রেখেছে। মানুষকে করে রেখেছে বঞ্চিত। বর্তমানে শাসকের চক্রান্ত মোকাবিলা করে তাঁদের মুখোষ খুলে দিয়ে মানুষ এখন আবার নতুন করে সংগঠিত হচ্ছেন।