বিবৃতি
সংগ্রামী যৌথ মঞ্চ আহুত আগামী ১০ মার্চ ধর্মঘটকে সর্বাত্মকভাবে সফল করে তুলুন

sangamri-joint-manch-call-to-make-strike
সিপিআইএমএল রাজ্য কমিটির পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে বলা হয়, রাজ্য সরকারী কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা, সরকারী নিয়োগে স্বচ্ছতা, স্বচ্ছতার সঙ্গে শূণ্যপদে যোগ্য প্রার্থীদের স্থায়ী নিয়োগ, অস্থায়ী কর্মীদের নিয়মিতকরণ, শিক্ষক-শিক্ষাকর্মী-যোগ্য পদপ্রার্থীদের অবিলম্বে নিয়োগের দাবিতে চলমান ন্যায়সঙ্গত গণআন্দোলনের শরিক হোন।

সংগ্রামী যৌথ মঞ্চ আহুত আগামী ১০ মার্চ ধর্মঘটকে সর্বাত্মকভাবে সফল করে তুলুন।

রাজ্য সরকারের শ্রমিক কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীরা বকেয়া ডিএ মেটানো, স্বচ্ছতার সঙ্গে শূণ্যপদে স্থায়ী নিয়োগ ও অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণের ন্যায়সঙ্গত দাবি নিয়ে দীর্ঘদিন ধরে ধর্ণা- অনশন চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে, শিক্ষাক্ষেত্রে নিয়োগে পর্বতপ্রমাণ দুর্নীতি, অর্থলালসা ও পরোক্ষ সন্ত্রাসের মাধ্যমে রাজ্যের শিক্ষাব্যবস্থাকে সম্পূর্ণত বিপর্যস্ত করে তোলার বিরুদ্ধে ও অবিলম্বে যোগ্য শিক্ষক/ শিক্ষাকর্মী পদপ্রার্থীদের স্বচ্ছতার সঙ্গে নিয়োগের দাবিতে গত দু’বছরের বেশি সময় ধরে প্রতিবাদী কর্মপ্রার্থীরা সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে মাটি কামড়ে লড়াই চালিয়ে যাচ্ছেন।

সরকারী কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা যে দান নয়, অধিকার – এই বিষয়টি নতুন করে আদালতের মান্যতা পাওয়া সত্ত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী, নেতারা ন্যায্য আন্দোলনকে ভেঙে দিতে পুলিশ দিয়ে হামলা হুমকি চালিয়েই ক্ষান্ত হয়নি, সরকারী ও অসরকারী ক্ষেত্রে কর্মরত শ্রমশক্তির মধ্যে বিভাজনের ঘৃণ্য প্রচারে রত।

খণ্ড-30
সংখ্যা-5