ডিজিটাল বিভাজনের আসল ছবি সামনে এল
digital divide emerged

২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত উপদেষ্টা সংস্থা সিএমআইই’র সমীক্ষা বিশ্লেষণ করে ‘ইন্ডিয়া ইনইকুয়ালিটি রিপোর্ট ২০২২ : ডিজিটাল ডিভাইড’ তৈরি করেছে অক্সফ্যাম ইন্ডিয়া। সেখানে ব্যবহার করা হয়েছে কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের ন্যাশনাল স্যাম্পল সার্ভের রিপোর্টও। রিপোর্টে জানানো হয়েছে, ডিজিটাল প্রযুক্তির সুফল বেশিরভাগটাই পৌঁছাচ্ছে পুরুষ, শহুরে নাগরিক, উচ্চশ্রেণি এবং আর্থিকভাবে সম্পন্ন মানুষ এবং পরিবারের কাছে। যেমন, সারা দেশে পুরুষদের মধ্যে ৬১ শতাংশ মোবাইল ফোন ব্যবহার করলেও, মাত্র ৩১ শতাংশ মহিলার হাতে তা পৌঁছেছে। তারা ইন্টারনেটও পুরুষদের তুলনায় কম ব্যবহার করেন। সাধারণ শ্রেণির মানুষদের মধ্যে ৮ শতাংশের বাড়িতে কম্পিউটার রয়েছে। আর তফসিলি জাতি ও জনজাতির ক্ষেত্রে তা যথাক্রমে ২ এবং ১ শতাংশ। গ্রামাঞ্চলে কম্পিউটার ব্যবহারের উপরে বিরূপ প্রভাব ফেলেছে অতিমারীও।

রিপোর্টে দাবি করা হয়েছে, করোনার আগে গ্রামের ৩ শতাংশ নাগরিকের কম্পিউটার ছিল। তিন ঢেউ পার করে তা এখন নেমেছে ১ শতাংশে। উল্টো দিকে, শহরাঞ্চলের ৮ শতাংশ মানুষের বাড়িতে তা রয়েছে। এই প্রযুক্তির সুবিধা না পাওয়ার সঙ্গে আর্থিক অবস্থার যে প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে, তাও স্পষ্ট হয়েছে রিপোর্টে। স্থায়ী চাকরি করা বেতনভুক নাগরিকদের মধ্যে ৯৫ শতাংশের মোবাইল ফোন আছে। কর্মহীনদের মধ্যে তা ৫০ শতাংশ।

(তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা)

খণ্ড-29
সংখ্যা-47