কলকাতা মেডিক্যাল কলেজে ছাত্র সংসদ নির্বাচনের গণতান্ত্রিক দাবিতে অনির্দিষ্টকালের জন্য অনশন আন্দোলন চলছে। ছাত্র-ছাত্রীদের অনশন আন্দোলনের সমর্থনে কলেজের প্রাক্তনীরা যেমন পাশে এসে দাঁড়িয়েছেন, তেমনই বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আন্দোলনের সমর্থনে মিছিল মিটিং সংগঠিত করছেন। আইসা এই আন্দোলনের সমর্থনে প্রচার গড়ে তুলছে। নাগরিক সমাজের বিশিষ্টজনেরা এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। ১৫ ডিসেম্বর ১২ ঘণ্টার জন্য প্রতীকী অনশন আন্দোলনে যুক্ত হয়েছেন অভিভাবকরা। আন্দোলন ক্রমশই গণচরিত্র অর্জন করছে। রাজ্যের শাসকদলের নেতানেত্রীরা যথারীতি মিথ্যাচার শুরু করেছে। অসুস্থ চিকিৎসা ব্যবস্থার চিকিৎসার জন্য মাঝে মাঝেই গণতান্ত্রিক আন্দোলন গড়ে উঠবে। কখনো চিকিৎসকরা, কখনও ছাত্রছাত্রীরা, কখনও স্বাস্থ্যকর্মীরা গণমুখী স্বাস্থ্য ব্যবস্থা ও পরিষেবার জন্য এইসব আন্দোলনের সামনে থাকবে। এই গণ আন্দোলনকে সর্বতভাবে সহযোগিতা করতে আমাদের সর্বাত্মক চেষ্টা চালাতে হবে।