ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের প্রায় ২ সহস্রাধিক কর্মীর পেনসন এবং শ্রমিক সমবায়ের টাকা প্রদান, চুক্তিপ্রথা বাতিল করে ওড়িশা সরকারের ন্যায় সকল কর্মীদের স্থায়ীকরণ, ত্রিপাক্ষিক চুক্তি কার্যকরী করা ও ছাঁটাই কর্মীদের কাজে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ অবস্থান এবং শ্রমমন্ত্রীর কাছে ডেপুটেশন।
৭ ডিসেম্বর বেঙ্গল চেম্বার অফ কমার্সের সামনে (বিবাদী বাগ) বিক্ষোভ অবস্থান হয়। বিক্ষোভ সভায় কর্মীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এই সভায় বিভিন্ন বুদ্ধিজীবী এবং ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভাস্থল থেকে ৬ জনের প্রতিনিধি দল শ্রমমন্ত্রী শ্রী মলয় ঘটকের কাছে ডেপুটেশন দেন। প্রতিনিধি দলে ছিলেন এআইসিসিটিইউ-র রাজ্য সম্পাদক দিবাকর ভট্টাচার্য, নবেন্দু দাসগুপ্ত, পেনশন এসোসিয়েশনের নেতা মধুসূদন চক্রবর্তী, পার্থ সারথি দাস, কলকাতা ট্রাম কোম্পানি ইউনিয়ন নেতা আয়ুব আলী সর্দার, তুহিন কয়াল।
শ্রম মন্ত্রী মাননীয় মলয় ঘটক কর্মীদের পেনশন, সমবায়ের টাকা প্রদান ও ত্রিপাক্ষিক চুক্তি কার্যকর করে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের প্রতিশ্রুতি দেন।