খবরা-খবর
সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির নদীয়া জেলা সম্মেলন
Nadia District Conference

শ্রমজীবী মহিলাদের জীবন-জীবিকার জ্বলন্ত সমস্যাগুলি উঠে এলো সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির নদীয়া জেলা সম্মেলনে। ৩০ নভেম্বর ২০২২ ধুবুলিয়াতে অনুষ্ঠিত এই সম্মেলনে ৪৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। গ্রামাঞ্চল, গঞ্জ ও শহর এলাকা থেকে বিড়ি শ্রমিক, মিড-ডে-মিল রন্ধনকর্মী, কৃষিজীবী মহিলারা সম্মেলনে অংশ নেন। আজকের সময়কালে মহিলাদের যে চরম শোষণ নিপীড়নের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে, প্রধানত সেই বিষয়গুলি প্রতিনিধিরা তুলে ধরেন। উঠে আসে বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিকারের তীব্র আকাঙ্খা। যেমন, বিড়ি শ্রমিকরা বলেন, তারা সরকার নির্ধারিত ন্যূনতম মজুরী পান না। হাজার পিছু মাত্র ১৭০ টাকা মজুরি! বিড়ি শ্রমিকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প যথা ছেলেমেয়েদের শিক্ষার জন্য অনুদান, গৃহ নির্মাণ অনুদান প্রভৃতি এই সরকার বন্ধ করে দিয়েছে। মজুরি নির্ধারণে সরকারের শ্রম দপ্তরের কোনো ভূমিকা নেই। বারবার ব্লক দপ্তরে ডেপুটেশন দিয়েও কোনো কাজ হয়নি। মিড-ডে-মিল রন্ধন কর্মীরা বলেন, সারা মাস কাজ করে নিজেদের মধ্যে ভাগাভাগি করে তারা যৎসামান্য ৩০০/৪০০ টাকা পান। তাদের শ্রমিক স্বীকৃতি বা শ্রমের ন্যূনতম মর্যাদাটুকুও নেই। নামেই স্বাস্থ্যসাথী কার্ড! বাস্তবে হাসপাতালে ভর্তি না হলে এই কার্ড থেকে চিকিৎসার কোনো সুযোগই নেই। গ্রামীণ গরিব মেহনতী মহিলাদের প্রতি বঞ্চনা, প্রতারণা ও সীমাহীন দুর্নীতির বিষয়গুলিও আলোচনায় উঠে আসে। এছাড়া মেয়েদের বাল্যবিবাহের ক্ষতিকারক দিকগুলি নিয়ে প্রচার করা, আজকের সময়ে মোবাইল অপরিহার্যতা থাকলেও তার বহু ধরনের খারাপ দিকগুলিও মেয়েদের মধ্যে প্রভাব ফেলছে। এ বিষয়েও সচেতনতা গড়ে তোলার উপর বক্তব্য আসে।

শুরুতে শহীদ স্মরণ ও মাল্যদানের পর প্রতিবেদন পেশ করা হয়। বক্তব্য রাখেন রাজ্য পর্যবেক্ষক ইন্দ্রাণী দত্ত। তিনি দেশজুড়ে চলা মহিলাদের উপর হিংসা ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধের উজ্জ্বল দিকগুলি তুলে ধরেন। বক্তব্য রাখেন সিপিআই(এমএল)-এর জেলা সম্পাদক জয়তু দেশমুখ, এআইসিসিটিইউ’র জেলা সম্পাদক জীবন কবিরাজ। ১১ জনের জেলা কমিটি নির্বাচিত হয়৷ অপূ কবিরাজ সম্পাদিকা রূপে পুনর্নির্বাচিত হন। সভানেত্রী অনিমা মজুমদার। আগামীদিনে জেলার বিভিন্ন ব্লকে মহিলাদের সংগঠিত করা, সদস্য সংগ্রহ করা ও আসন্ন রাজ্য সম্মেলনকে সফল করে তোলার কর্মসূচি গৃহীত হয়। মহিলাদের নির্ভয় স্বাধীনতার লক্ষ্যে, তাঁদের উপর নেমে আসা যেকোন হামলার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধের শপথ নিয়ে সম্মেলন শেষ হয়।

খণ্ড-29
সংখ্যা-47