খবরা-খবর
মুর্শিদাবাদ জেলা শাসক দপ্তর অভিযান
Murshidabad District

১৫ ডিসেম্বর ২০২২ সিপিআই(এমএল) লিবারেশন মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে জেলাশাসক অভিযানেরর জমায়েত করে বিক্ষোভ ডেপুটেশন সংগঠিত করা হয়। ৬ই ডিসেম্বর বেলডাঙ্গা পৌরসভা অফিসের সামনে সভা করে জেলা জুড়ে জ্যাঠা কর্মসূচি উদ্বোধন করা হয়। এই উদ্বোধনী সভায় প্রথমে গণসঙ্গীত পরিবেশন করেন গণসংস্কৃতি পরিষদের বাবুনী মজুমদার। বক্তব্য রাখেন জেলা সম্পাদক রাজীব রায় ও জেলাকমিটি সদস্য আবুল কাসেম সেখ। উপস্থিত ছিলেন জেলা কমিটির অন্যান্য সদস্য ও রাজ্য কমিটি সদস্য সজল পাল। তারপর পতাকা ব্যানার সুসজ্জিত জ্যাঠা পায়ে হেঁটে বেলডাঙ্গা শহর পরিক্রমা করে এগিয়ে চলে। দাবি উঠে আসন্ন পঞ্চায়েত নির্বাচন অবাধ ও শান্তিপুর্ণ করতে হবে। আবাস যোজনার তালিকায় সমস্ত গরিব মানুষের নাম যুক্ত করতে হবে। MGNRREGA আইন অনুযায়ী সমস্ত গরিবদের কাজ দিতে হবে। বছরে ২০০ দিন কাজ ও ৬০০ টাকা দৈনিক মজুরি দিতে হবে।

বর্তমানে আবাস যোজনার ঘর নিয়ে ব্যাপক চর্চা চলছে। আবাস যোজনার তালিকা নিয়ে চাপান-উতর চলছে। রাজ্য জুড়ে বিক্ষোভ প্রতিবাদ এবং আত্মহত্যার ঘটনাও ঘটে চলেছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে নাম বাদ দেওয়ার জন্য সমীক্ষা চলছে। তার মানে এই তালিকা তৈরির সময়ও লক্ষ লক্ষ টাকা খরচ করে গরিবদের নাম বাদ দেওয়া হয়েছে। যেসব গরিবদের বাস্তু ও ঘর নেই এবং তালিকায় নাম নেই তাদের নাম যুক্ত করার এবং যেসব কর্মচারী এই ভুয়া তালিকা তৈরি করেছে তাদের শাস্তি দেওয়ার কোনও বিধান সরকারী কর্মসূচিতে নেই। জেলার ১৩টা ব্লক জুড়ে বিভিন্ন গ্রামে এই প্রচার পরিক্রমা করে ১২ই ডিসেম্বর বহরমপুরে সমাপ্ত হয়। এই প্রচার অভিযানের বিভিন্ন দিনে, পার্টির বিভিন্ন স্তরের নেতারা অংশগ্রহণ করেন। জয়তু দেশমুখ, রণজয় সেনগুপ্ত, জীবন কবিরাজ ও নিতিশ রায় অংশগ্রহণ করেন। ১৫ ডিসেম্বর জেলার বিভিন্ন ব্লক থেকে বহরমপুর শহরের YMA মাঠে জমায়েত হয়ে সহস্রাধিক মানুষের লাল পতাকায় সুসজ্জিত মিছিল সিপিআই(এমএল) লিবারেশনের মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক রাজীব রায়ের নেতৃত্বে বহরমপুর শহর পরিক্রমা করে বেলা ২টার সময় টেক্সটাইল মোড়ের সভায় উপস্থিত হন। মিছিলের সামনে সারিতে ছিলেন অপুর্ব লাহিড়ী, রবি মন্ডল, হায়দার সেখ, সৈয়দ ফজলে আলম, বাসুদেব বোস ও অন্যান্য নেতৃবৃন্দ। মিছিলে অংশগ্রহণ করেছেন মিড-ডে-মিল, আশাকর্মী, অঙ্গওয়ারী, বিড়ি শ্রমিক, ঋণগ্রস্থ ও গ্রামীণ কৃষিমজুর পরিবারের মহিলারা। সভার শুরুতে গণসঙ্গীত পরিবেশন করেন বাবুনি মজুমদার। সভাপতি নির্বাচিত হন জেলা সম্পাদক রাজীব রায়। বক্তব্য রাখেন হায়দার সেখ, আবুল কাসেম সেখ, মীনা পাল ও বাসুদেব বোস। অপুর্ব লাহিড়ীর নেতৃত্বে ৫ জনের টিম জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেয় এবং আলোচনা করে। দাবি নিয়ে আলোচনার বিষয়ে সংক্ষিপ্ত ভাষণের পর সভা সমাপ্ত হয়। গরিবদের বাস্তু ঘর, MGNREGA আইন অনুযায়ী কাজ, বছরে ২০০ দিন কাজ ৬০০ টাকা দৈনিক মজুরি, মিড-ডে-মিল কর্মীদের বেতন বৃদ্ধি ও সামাজিক সুরক্ষা, আশা-অঙ্গনওয়ারী কর্মীদের চাকরী স্বীকৃতি, ফসলের দাম MSP চালুকরা, পাটের দাম ৮০০০ টাকা কুইন্টাল দরে সরকারকে ক্রয় করা, বিড়ি শ্রমিকদের সুরক্ষা ঋণ মুক্তি সহ আসন্ন পঞ্চায়েত নির্বাচন অবাধ ও শান্তিপুর্ণ করার দাবিতে ডেপুটেশন দেওয়া হয়।

খণ্ড-29
সংখ্যা-49