আগামী ১৭ ডিসেম্বর ২০২২, সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির (এআইপিডব্লিউএ) ১১তম রাজ্য সম্মেলনকে সামনে রেখে শিলিগুড়ি পার্টি কার্যালয়ে ১১ ডিসেম্বর জেলাগতভাবে সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। জেলার পোড়াঝার ও ফাঁসিদেওয়ার দ্বারাবক্সে ধারাবাহিকভাবে চলা ভূমিরক্ষা আন্দোলনের ফসল হিসেবে সেখানকার মহিলা নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন পার্টি ও মহিলা সমিতির জেলা নেতৃত্বও। উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার। বর্তমান সময়ের নিরিখে মহিলাদের অবস্হান, ঘরে বাইরে, বিশেষত কেন্দ্রের ফ্যাসিস্ট বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল সরকার যেভাবে মুখে মহিলাদের প্রগতি, বিকাশের কথা বলে, কার্যত মহিলাদের ওপর হিংসা, হামলা চাপিয়ে দিচ্ছে, প্রতিদিন তাদের অধিকার খর্ব করে চলেছে — তারই বিপ্রতীপে দাঁড়িয়ে রোজের লড়াইকে সংঘবদ্ধ করার আহ্বান জানান রাজ্য সম্পাদক। স্বাধীনতা, সমানাধিকার, মর্যাদা, গণতন্ত্রের লড়াইকে প্রতিদিনের অভ্যাসে পরিণত করতে বলেন এবং রাজ্য সম্মেলনের লক্ষ্য যাতে সামগ্রিকতার সঙ্গে সফল হয় সেজন্য উপস্থিত সকলকে উৎসাহিত করেন। বক্তব্য রাখেন সভানেত্রী মীরা চতুর্বেদী, মুক্তি সরকার। শেষে জেলা সম্মেলনের লক্ষ্যে ১৩ জনের প্রস্তুতি কমিটি গঠিত হয়। সর্বসম্মতিক্রমে ৮ জন প্রতিনিধিকে আসন্ন রাজ্য সম্মেলনের জন্য বেছে নেওয়া হয়। উপস্থিত ছিলেন মহিলা নেত্রী রুবী সেনগুপ্ত, পার্টির জেলা সম্পাদক পবিত্র সিংহ, জেলা সদস্য সুমন্তি এক্কা এবং শাশ্বতী সেনগুপ্ত।