শিলিগুড়ি
২৬ নভেম্বর ঐতিহাসিক কৃষক আন্দোলনের স্মরণে ও সংবিধান বাঁচাও দিবসে শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালি মোড়ে মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। সভার উদ্যোক্তা ছিল কাওয়াখালি-পোড়াঝাড় ভূমি রক্ষা কমিটি, তিস্তা-মহানন্দা সেচ প্রকল্পে ক্ষতিগ্রস্ত মানুষদের কমিটি, রাঙ্গালীভিটা বাস্তুহারা কমিটি। সভার আগে কাওয়াখালি ধর্ণামঞ্চ ও কাওয়াখালি প্রাইমারী স্কুল থেকে দু’টি মিছিল বেরোয়। সারা ভারত কিষাণ মহাসভা, আয়ারলা, এআইকেকেএমএস প্রভৃতি সংগঠনগুলির নেতৃত্বে মিছিল সংগঠিত হয়। মিছিলে ক্ষতিগ্রস্ত মানুষেরা অংশগ্রহণ করে। বিহার থেকে আগত বলরামপুরের বিধায়ক মেহবুব আলম মিছিলে সামিল হন। সভায় সভাপতিত্ব করেন সারা ভারত কিষাণ মহাসভার দার্জিলিং জেলা সম্পাদক পবিত্র সিংহ। বক্তব্য রাখেন পোড়াঝাড়-কাওয়াখালি ভূমি রক্ষা কমিটির পক্ষে স্বপ্না পাইন, তিস্তা-মহানন্দা ভুমি রক্ষা কমিটির পক্ষে কৃষ্ণপদ সিংহ, রাঙ্গালীভিটা বাস্তুহারা কমিটির পক্ষে সুদেব ধর, এআইসিসিটিইউ’র রাজ্য সম্পাদক বাসুদেব বসু, মাটিগাড়া-নকশালবাড়ীর প্রাক্তন কংগ্রেস বিধায়ক শঙ্কর মালাকার, এআইকেকেএমএস’এর পক্ষে অমল রায়, এআইকেএমএস’এর পক্ষে পবিত্র রায়, এআইকেএস’এর পক্ষে গৌর বৈদ্য, ইউসিআরসি’র পক্ষে পরেশ সরকার। সভার মূল বক্তা ছিলেন সিপিআই(এমএল) লিবারেশনের বিহার বিধানসভার বিধায়ক মেহবুব আলম। আশপাশের বহু মানুষ মেহবুব আলমের বক্তব্য শোনার জন্য ভিড় করেন। তিনি তীব্র ভাষায় বিজেপির দেশ বিক্রির বিরুদ্ধে ও তৃণমূলের দূর্ণীতি, সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান। সভায় গণসঙ্গীত পরিবেশন করেন গণআন্দোলনের কর্মী দীপক চক্রবর্তী ও মীরা চতুর্বেদী।