২০২২ : ফিরে দেখা

জানুয়ারি

  • সার্বিয়ান টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচের ভিসা বাতিল করে, অস্ট্রেলিয়ান ওপেনে খেলার আগেই তাকে নির্বাসিত করে অস্ট্রেলিয়া — কারণ জোকোভিচের কোভিড-১৯’র টিকা দেওয়া ছিল না।

  • বিশ্ববিখ্যাত ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী ও গায়ক পন্ডিত বিরজু মহারাজ ৮৩ বছর বয়সে প্রয়াত হন।

  • মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে একটি শূকর থেকে একজন মনুষ্য রোগীর মধ্যে প্রথম সফল হার্ট ট্রান্সপ্ল্যান্ট ঘটে।

ফেব্রুয়ারি

  • রাশিয়া ইউক্রেনকে ‘অসামরিকীকরণ এবং ডি-নাজিফাই’ করার জন্য আক্রমণ করে। সেই যুদ্ধ এখনও চলছে।

  • ভারত তার সবচেয়ে জনপ্রিয় দুই শিল্পীকে হারায় — গায়িকা লতা মঙ্গেশকর (৯২ বছর), যাকে আদর করে ‘ইন্ডিয়াস্ নাইটিংগেল’ বলা হয় এবং সঙ্গীত গায়ক ও পরিচালক বাপ্পি লাহিড়ী (৬৯ বছর) যাকে বলা হয় ভারতীয় সঙ্গীত শিল্পের ‘ডিস্কো কিং’।

  • কিংবদন্তি বাঙালি গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায় ৯০ বছর বয়সে প্রয়াত হন।

মার্চ

  • কর্ণাটক হিজাব মামলা: স্কুলে হিজাবের উপর নিষেধাজ্ঞা বহাল রেখে হাইকোর্ট বলেছে যে হিজাব একটি অপরিহার্য ধর্মীয় অনুশীলন নয়।

  • পশ্চিমবঙ্গের বীরভূমে তৃণমূল কংগ্রেসের এক রাজনীতিবিদকে খুনের ঘটনায় আটজনকে পুড়িয়ে মারা হয়।

এপ্রিল

  • জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে ৯৩-২৪ ভোটে বহিষ্কার করা হয়। ভারত সহ ৫৮টি দেশ ভোটদানে বিরত থাকে।

মে

  • বিজ্ঞানীরা স্যাগিটারাস A* নামের একটি ব্ল্যাক হোলের চিত্র প্রথম উন্মোচন করে, যেটির অবস্থান আমাদের ছায়াপথের কেন্দ্রে ৷

  • ভারতীয় গায়ক কে কে, ৫৩ বছর বয়সে, কলকাতায় একটি লাইভ কনসার্টের পরে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন।

জুন

  • ভারতের সুপ্রিম কোর্ট, এহসান জাফরির স্ত্রীর বিশেষ তদন্ত কমিটির রিপোর্টের বিরুদ্ধে দায়ের করা আবেদন, খারিজ করে দেয়। এই বিশেষ তদন্ত কমিটির রিপোর্টে গুলবার্গ সোসাইটি হত্যাকাণ্ডে নরেন্দ্র মোদী এবং অন্য ৬৩ জনের বিরুদ্ধে মামলায় সবাইকেই নিষ্কৃতি দেওয়া হয়।

  • পাকিস্তানে বন্যায় ব্যাপক ধ্বংস ও সর্বনাশ হয়েছে, ১৭৩৯’র বেশি মানুষের মৃত্যুও হয়েছে। এই বন্যা অক্টোবর পর্যন্ত স্থায়ী হয়েছিল এবং এতে ক্ষতির পরিমাণ $১৪.৯ বিলিয়ন ছাড়িয়েছে।

  • এবারের গ্রীষ্মকাল ছিল ৫০০ বছরের মধ্যে ইউরোপের সবচেয়ে খারাপ খরা, এতে মহাদেশের দুই-তৃতীয়াংশ চরম তাপ সংকটের সম্মুখীন হয়।

জুলাই

  • প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ভূপিন্দর সিং ৮২ বছর বয়সে প্রয়াত হন।

  • সিনিয়ার টিএমসি নেতা এবং পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়কে এসএসসি কেলেঙ্কারিতে কলকাতা থেকে ইডি গ্রেপ্তার করে।

  • শ্রীলঙ্কার বিক্ষোভকারীরা — যারা মার্চথেকে রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের জন্য বিক্ষোভ করছিল — কলম্বোতে রাষ্ট্রপতির বাড়ি দখল করে।

  • জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে জাপানের নারা শহরে জনসমক্ষে ভাষণ দেওয়ার সময় খুন হন।

  • দ্রৌপদী মুর্মু ভারতের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। দ্রৌপদী মুর্মু হলেন সর্বকনিষ্ঠ নির্বাচিত রাষ্ট্রপতি এবং এই পদে অধিষ্ঠিত প্রথম আদিবাসী মহিলা।

আগস্ট

  • আদালতের নির্দেশ অনুসারে নয়ডায় সুপারটেক টুইন টাওয়ার ভেঙে ফেলা হয়।

সেপ্টেম্বর

  • রাহুল গান্ধী কন্যাকুমারী থেকে তাঁর ৩৭৫১ কিলোমিটারের দীর্ঘ ‘ভারত জোড়া যাত্রা’ শুরু করেন।

  • স্বরাষ্ট্রমন্ত্রক কট্টরপন্থী ইসলামিক সংগঠন ‘পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া’ এবং দেশজুড়ে এর আটটি শাখা সংগঠনকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে।

  • প্রখ্যাত টেনিস খেলোয়াড় নরেশ কুমার ৯৩ বছর বয়সে প্রয়াত হন।

  • ইউনাইটেড কিংডমের রানী দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে প্রয়াত হন।

  • ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যুর পর ইরানে ব্যাপক নাগরিক অস্থিরতা ও বিক্ষোভ দেখা দিয়েছে। আমিনিকে ইরানের নীতিপুলিশ বাধ্যতামূলক হিজাব আইন লঙ্ঘনের জন্য গ্রেপ্তার করে এবং হেফাজতেই আমিনির মৃত্যু হয়।

অক্টোবর

  • এবছর ভারতে চালু হয়েছে ৫জি। এখনও সারা দেশে পরিষেবা চালু হয়নি। অনুমান, আগামী বছরের মধ্যে বেশিরভাগ কাজ সম্পন্ন হবে।

  • সমাজবাদী পার্টির নেতা ও রাজনীতিবিদ মুলায়ম সিং যাদব ৮২ বছর বয়সে প্রয়াত হন।

  • বিশিষ্ঠ শিশুরোগ বিশেষজ্ঞ এবং ওআরএস-এর উদ্ভাবক দিলীপ মহলানবিস ৮৭ বছর বয়সে প্রয়াত হন।

  • ব্রাজিলের সাধারণ নির্বাচনে, বামপন্থী লুইজ ইনাসিও লুলা দা সিলভা বর্তমানের জাইর বলসোনারোকে পরাজিত করে বিজয়ী হন।

  • গুজরাটে একটি ঝুলন্ত সেতু ভেঙ্গে পড়ে অন্তত ১৪১ জনের মৃত্যু হয়।

  • বিশ্বের জনসংখ্যা ৮ বিলিয়ন বা ৮০০ কোটিতে পৌঁছেছে।

  • প্রথম ব্রিটিশ এশিয়ান হিসেবে ঋষি সুনাক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন।

নভেম্বর

  • টেক জায়েন্টদের পরপর ছাঁটাইয়ের ঘোষণায় শুধুমাত্র ২০২২ সালেই এক লাখেরও বেশি মানুষকে ছাঁটাই করা হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হল টুইটার (৪৪০০), মেটা (১১০০০) এবং অ্যামাজন (১০০০০)।

  • ২০২২ সালের জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন, জলবায়ু বিপর্যয়ের দ্বারা ক্ষতিগ্রস্থ দেশগুলির জন্য ক্ষতির তহবিল তৈরি করার সিদ্ধান্ত নেয়।

ডিসেম্বর

  • ভারত ১ ডিসেম্বর ২০২২, পরবর্তী এক বছরের জন্য জি-২০’র সভাপতিত্ব গ্রহণ করে।

  • ২ মাসেরও বেশি ব্যাপক বিক্ষোভের পর, যেখানে ২০০’র বেশি প্রাণ হারিয়েছেন, ইরান তার নীতিপুলিশকে বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

  • বছরের শেষ দিকে ২৭ ডিসেম্বর আমেরিকার বুকে জলবায়ু সঙ্কটের নির্দশন দেখা গেল ‘বম্ব সাইক্লোন’-এ। মৃত্যু হল প্রায় ৬০ জনের। অসংখ্য ক্ষয়ক্ষতির মুখে জনসাধারণ।

খণ্ড-29
সংখ্যা-50