গত ২৫ জুলাই সিপিআই(এমএল) লিবারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির স্ট্যান্ডিং কমিটি জরুরি ভিত্তিতে এক সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হয়। বৈঠকে রাজ্য পরিস্থিতির জরুরি কিছু দিক নিয়ে আলোচনা করে জানানো হয়েছে –
এসএসসি দুর্নীতির দায়ে মন্ত্রী তথা টিএমসির মহাসচিবের গ্রেপ্তার ও বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনা টিএমসি শাসনের এক বড় ধরনের সংকট সামনে নিয়ে এসেছে। তৃণমূলের রাজত্বে সর্বব্যাপী দুর্নীতির বিরুদ্ধে জনমানসে প্রবল ক্ষোভ-বিক্ষোভ দেখা দিচ্ছে। পাশাপাশি, বর্তমান সময়ে তীব্র বেকারত্ব, দীর্ঘদিন ধরে শূন্যপদে নিয়োগ না করার বিষয়টি প্রাধান্যে রয়েছে। রাজ্য মন্ত্রীসভার এক গুরুত্বপূর্ণ সদস্য ও শাসকদল তৃণমূল কংগ্রেসের অন্যতম শীর্ষ কর্মকর্তার দুর্নীতিতে যুক্ত থাকা সম্পর্কে মূখ্যমন্ত্রী নীরব থেকে নিজের দায় এড়াতে চাইছেন। বিজেপি ঘোলা জলে মাছ ধরতে ময়দানে নেমে পড়েছে। এসএসসি পরীক্ষার্থীদের ধর্না মঞ্চের পক্ষ থেকে সিপিআই(এমএল) লিবারেশনের কাছে বার্তা দেওয়া হয়েছে যে তারা আন্দোলনের সমর্থনকারী হিসাবে এই সংগঠনকে নির্ভরযোগ্য শক্তি বলে বিবেচনা করে। রাজ্য পরিস্থিতির এই আশু ও প্রধান দিকগুলি বিবেচনায় রেখে বাম বিরোধীপক্ষ সামনে আনার সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। নির্ধারিত কর্মসূচিগুলি চলবে, বিশেষত গ্রামীণ জনসংযোগ অভিযানের গতি বাড়াতে হবে, কিন্তু পাশাপাশি এই চলমান ইস্যুতে যত বেশি সম্ভব শক্তি সমাবেশিত করে বর্ধিত সংখ্যায় প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করতে হবে। এসএসসি ধর্ণামঞ্চের সাথে আরও শক্তি নিয়ে দাঁড়াতে হবে। আগামী ১ আগস্ট - ৬ আগস্ট প্রতিবাদ সপ্তাহ পালনের জন্য রাজ্যের সমগ্র সংগঠনকে সক্রিয় কর্মসূচি নিতে হবে। তৃণমূলকে প্রশ্নবিদ্ধ করার সাথে সাথে বিজেপির ফয়দা তোলার অপচেষ্টাকে উন্মোচিত করতে হবে।