খবরা-খবর
“কেন্দ্র-রাজ্য বুঝি না, কাজ করেছি মজুরি দাও” বাঁকুড়ায় গণডেপুটেশন
deputation in Bankura

গত ১৪ জুলাই সিপিআই(এম-এল) লিবারেশন এবং পশ্চিমবঙ্গ খেতমজুর সমিতি যৌথ ভাবে বাঁকুড়া ১ নং ব্লকের বিডিও দপ্তরে গণ ডেপুটেশন সংগঠিত করে। শতাধিক খেতমজুর মিছিল করে বিডিও অফিসে আসে। আজ তিন-চার মাস হলো গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে কাজ করেও মজুরি পাননি গ্রামীণ শ্রমিকেরা। অথচ এই বকেয়া মজুরি নিয়ে টিএমসি ও বিজেপি কেন্দ্র বনাম রাজ্যের পারস্পরিক দোষারোপের খেলা খেলছে। মাঝখান থেকে গ্রামীণ শ্রমিকদের প্রাপ্য মজুরির প্রশ্নটাই আড়াল হয়ে যাচ্ছে। বকেয়া মজুরি না পেয়ে অনেকেই ঋণগ্রস্ত হয়ে পড়ছেন। তাই মিছিল থেকে আওয়াজ উঠল “কেন্দ্র-রাজ্য বুঝি না, কাজ করেছি মজুরি দাও”। উপরন্ত, আচুড়ী অঞ্চলের দেবিপুর মৌজায় ২৫টি ভুমিহীন তফশিলভুক্ত জাতির (বাউরি) পরিবার দীর্ঘদিন ধরে বংশানুক্রমিক ভাবে বনের জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করার পরও সম্প্রতি বনদপ্তর তাঁদের উচ্ছেদের নোটিশ দিয়ে জমি থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে। তার বিরুদ্ধেও প্রতিবাদ জানানো হয়। অবিলম্বে পুয়াবাগান থেকে দুবরাজী যাওয়ার রাস্তা সংস্কার করার দাবি যুক্ত হয়। এই রাস্তাটি বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে গেছে অথচ এই রাস্তাটি বাঁকুড়া শহরের এই দিকের অনেকগুলো গ্রামের একমাত্র যোগাযোগের রাস্তা। পুরো কর্মসূচিতে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ খেতমজুর সমিতির জেলার দায়িত্বশীল সোমনাথ বাস্কে ও সিপিআইএমএল’র স্থানীয় নেতা দীনবন্ধু মাল। ডেপুটেশনের শেষে সিপিআইএমএল লিবারেশন জেলা সম্পাদক বাবলু ব্যানার্জি বলেন, আগামী ১৪ দিনের মধ্যে বকেয়া মজুরি না পেলে ব্লকের সমস্ত জবকার্ডধারীদের নিয়ে পুয়াবাগান মোড়ে বাঁকুড়া-খাতড়া মেন রোড অবরোধ করে রাখার কর্মসূচি নেওয়া হবে।

খণ্ড-29
সংখ্যা-28