• গ্রামীণ, ঘরে ফিরে আসা পরিযায়ী শ্রমিক সহ সমস্ত অসংগঠিত শ্রমিকদের আগামী ৬ মাসের জন্য মাসিক ১০,০০০ টাকা ও লকডাউনের মজুরি দিতে হবে।
• ছাঁটাই, মজুরি সংকোচন, ডিএ সংকোচন, সমস্ত ধরনের সামাজিক সুরক্ষার উপর হামলা বন্ধ করতে হবে।
• জাতীয় সম্পত্তি বেচে দেওয়া চলবে না। বিলগ্নিকরণ, কর্পোরেটকরণ, বেসরকারীকরণ চলবে না।
• কৃষিক্ষেত্রে কৃষক বিরোধী, কর্পোরেট মুখী, বাজারমুখী তিনটে অধ্যাদেশ প্রত্যাহার করো।
• বিজেপি শাসিত রাজ্য সহ অন্য রাজ্যে শ্রম আইন স্থগিত রাখার সিদ্ধান্ত বাতিল করো।
• শ্রমিকশ্রেণীকে দাসে পরিণত করার লক্ষ্যে তৈরি শ্রম কোডগুলো বাতিল করো।
• ১২ ঘণ্টার শ্রমদিবস মানছি না। শ্রমিকদের অধিকার হরণ করা চলবে না।
• সরকারের বিরোধীতা করার জন্য যাদের গ্রেপ্তার করা হয়েছে তাঁদের অবিলম্বে মুক্তি দাও।
• বেকারত্বে লাগাম টানো।
• নারেগা প্রকল্পকে মজবুত করো। প্রত্যেককে বছরে ২০০ দিন কাজ দিতে হবে, দৈনিক ৫০০ টাকা মজুরি দিয়ে।
• শহুরে গরিবদের জন্য শহরে কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প চালু করতে হবে।
• মূল্যবৃদ্ধি ও মজুতদারি ঠেকাও।
• অত্যাবশক পণ্য আইন খারিজ করার অপচেষ্টা থেকে হাত গোটাও।
• খাদ্য নিশ্চয়তা প্রকল্প সুনিশ্চিত করো।
লড়াইয়ের জন্য ঐক্যবদ্ধ হও।
বিজয়ের জন্য লড়াই করো।
এআইসিসিটিইউ