আবেদন
জম্মু ও কাশ্মীরের মানুষের সাথে সংহতি
ssa

৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বিলোপের এক বছর, জম্মু কাশ্মীরকে রাজ্য হিসেবে লুপ্ত করা ও কাশ্মীরের সমগ্র জনসাধারণকে বন্দী করার এক বছর।

গতবছর মোদি সরকার অনেক লম্বা-চওড়া প্রতিশ্রুতি দিয়েছিল যে তাদের এই পদক্ষেপে নাকি দেশের এবং কাশ্মীরের মানুষের অনেক উপকার হবে। সেই সময় অনেকেই সতর্ক করেছিল যে কাশ্মীরে মোদি সরকার যে অত্যাচার চালাচ্ছে তা অচিরেই সারা দেশে অত্যাচার চালানোর নীল নক্সা হয়ে দাঁরাবে। এক বছরের মধ্যেই মোদি সরকারের সেইসব বড়ো বড়ো কথা বাস্তবে প্রতারণা হয়ে দেখা দিয়েছে, আর বছর ঘুরতে না ঘুরতেই জম্মু কাশ্মীরে মোদি সরকারের চালানো অত্যাচারের মডেল সারা দেশেই গণতান্ত্রিক কন্ঠস্বরকে দমন করার, থামিয়ে দেওয়ার, বন্দী করার পরিঘটনা হিসেবে ছড়িয়ে পড়েছে।

জম্মু ও কাশ্মীরের বন্দী জনতার সংহতিতে ৩ আগস্ট বহু মানুষ প্রতিবাদ প্রদর্শন করেন। দেশ জুড়ে সিপিআই(এমএল) কর্মীরা বহু জায়গায় ছোট ছোট প্রতিবাদী সমাবেশ সংগঠিত করে কোভিড-১৯ সতর্কতা বজায় রেখে। বহু কর্মী সোশাল মিডিয়ায় পোস্টার প্রদর্শনের মাধ্যমে সেই সংহতি ও প্রতিবাদকে ছড়িয়ে দেন।

খণ্ড-27
সংখ্যা-27