বিবৃতি
সংবাদ কর্মী সম্মেলনে পার্টির সাধারণ সম্পাদক
at the press conference

১৬ মে সিপিআই(এমএল) রাজ্য অফিসে সংবাদ কর্মীদের সাথে মিলিত হয়ে সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বলেন—

২৫ মে রাজ‍্যজুড়ে আমরা নকশালবাড়ি দিবস উদযাপন করবো। ১৯৬৭ সালের ২৫মে সমাজ বদলের লক্ষ্যে কৃষক ও মেহনতি-নিপীড়িত জনগণের যে অভ‍্যুত্থান শুরু হয়েছিল তাকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে ত্রিপুরার মুখ‍্যমন্ত্রী বদল হল দিন কয়েক আগে। ক্ষমতায় আসার পর ত্রিপুরাজুড়ে ফ‍্যাসিবাদী সন্ত্রাস কায়েম করে বিপ্লব দেব একচেটিয়া আধিপত্য বিস্তার করার চেষ্টা চালিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত বিপ্লব দেব গদী রক্ষা করতে পারলেন না। ২০২৩-এ নির্বাচনের ভরাডুবির আশঙ্কা থেকেই বিপ্লব দেবকে মুখ‍্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে নিল বিজেপি। ত্রিপুরার বুকে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে।

উক্ত সংবাদ কর্মী সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পার্টির ১৩-১৫ মে রাজ্য সম্মেলনে নির্বাচিত রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার সহ পলিটব্যুরোর দুই সদস্য কার্তিক পাল ও পার্থ ঘোষ।

খণ্ড-29
সংখ্যা-19